বৈশাখের তপ্ততা পেরিয়ে বৃষ্টি ঝরুক,
মেঘে ঢাকা বিকেলে আমাদের দেখা হোক,
তোমার ভেজা চুল গড়িয়ে জল কণা পড়ুক,
আঁধার নামা বিকেলে আমাদের দেখা হোক।
যতটা ভুলে যেতে চাইলে, ভুলেই যাওয়া যায়,
তুমি কি ঠিক ততটাই ভুলতে পেরেছো?
যতটা দূরে যেতে চাইলে, আঁধার চেনা যায়,
তুমি কি ঠিক ততটাই আঁধারে ডুবেছো??