ব্যাকস্পেসে রাখা যত অভিমান, যত ছিল অব্যক্ত,
না বলা যত অনুযোগ, যত অনুভূতি ছিল তিক্ত,
হঠাৎ সবকিছু গেছে থেমে, গল্প গুলো আজ কোথায়,
নিরর্থক যত কল্পনা, শব্দহীনতা যত সেথায়..
যে যার কাছে কথা দিয়েছো, দিয়েছো যাকে যত কষ্ট
মনোমালিন্য সব ভুলে যেও, বাঁচলেই তো থাকবে অবশিষ্ট..