তোমার ভুলে ভরা একটা চিরকুট,
আর মিথ্যে কিছু গল্পের ভিড়,
তোমার এক নিঃশ্বাসে বলে ফেলা,
তিন শব্দের কোনো নীড়..
তোমার অবাক চোখে অবিশ্বাস,
একটা টুকরো কাগজ সাদা,
তোমার ছোট্ট কবিতার খাতায়,
মানুষ কঠিন একটা ধাঁধা...
তোমার অল্প কথায় সলজ্জ অশ্রু,
আর ঘুমহীন চোখে রাত্রি পার,
তোমার হঠাৎ চমকে ওঠা একান্তে,
কারো মধ্যরাতের নির্জন অধিকার..
তোমার আড়াই ঘরের গল্পেরা মিথ্যে হয়েছিল,
কোনো এক ক্লান্ত পথের স্বপ্নের অন্তরাল,
তোমার তীক্ষ্ণ দৃষ্টির শেষটা ভুল হয়েছিল,
কোনো এক ঝাপসা স্মৃতির অন্তরাল....