বাতাসে দরিদ্রের ক্ষুধার আর্তনাদ,
সড়কের ধারে ভিক্ষুকের নিঃশব্দ প্রতিবাদ!
মধ্যবিত্তের মুখ ফুটে বলতে না পারা কষ্ট,
ঘরেতে যে নাই খুব বেশি অবশিষ্ট!
হাসপাতালে চিকিৎসকে ভাইরাসে মহাযুদ্ধ,
পথে পথে পুলিশ ক্লান্ত, মানুষ যে হয়না শুদ্ধ!
টিভি আর পত্রিকাজুড়ে হাজারো সচেতনতা,
মানুষ তো মানে না লকডাউনের অধীনতা!
বাজারে-মাঠে এখন হাজারো লোকের ভিড়,
করোনা হেসে বলে বুঝি "ওই তো আমার নীড়"!
কারখানা মিল সব খুলে, বেড়েছে শুধুই ঝুঁকি,
শ্রমিক ভাইয়েরা কাজ করে যায়, মৃত্যু দেয় উঁকি!
প্রেমিকার দেখা পায় না অনেকদিন, ভাবে প্রেমিক একা,
অসমাপ্ত কথা শোনাবে কবে, সেটাই কি তবে শেষ দেখা?
তাই দেখে আজ সুবোধ অদৃষ্টের পানে চায়,
এ কেমন শাস্তি বিধাতা, কোনো প্রতিকার কি নাই!
তারই অলক্ষে প্রকৃতি দুঃখের হাসি হাসে,
সৌন্দর্যের যে রূপ তার ঠিকড়ে পড়ে,
অনেকদিনের মানুষের রাজত্বের শেষে,
পৃথিবীটা যে আর ভালো নাই রে...