ঈদ এলো, তবুও কেন যেন "এলো না"..
বেঁচে থাকা যেখানে মৃত্যুর প্রহর গোনা,
ঈদ সেখানে আসে না।
শেষ যাত্রায় যেখানে কেউ স্পর্শ করে না,
ঈদ সেখানে আসে না।
উৎসবেও প্রিয়জন যেখানে কাছে নেই,
ঈদ সেখানে আসে না।
আড়াইটার সংবাদে যেখানে মৃত্যুর রেকর্ড,
ঈদ সেখানে আসে না।
হাসপাতালে যেখানে চিকিৎসক-ভাইরাসে যুদ্ধ,
ঈদ সেখানে আসে না।
ঈদ এলো, তবুও কেন যেন "এলো না"...
এই ঈদে খুশি নেই,
এই ঈদে মুক্ত বাতাস নেই,
"নেই, নেই, নেই" এর ভিড়েও
শুধু একটা উপলব্ধি আছে...
প্রিয় ধরিত্রী,তুমি আমাদের সব দিয়েছিলে,
বিনিময়ে আমরা নষ্ট করেছি সব।
প্রিয় মানুষ,
ভীত হও, নত হও, হও অনুতপ্ত,
বিষাক্ততার এই পৃথিবীতে, তুমি যে আজ রিক্ত...
এই পৃথিবীর একটা নতুন শুরু হোক,
নতুনভাবে জীবনকে দেখুক মানুষের চোখ,
হোক অবসান ধনী-দরিদ্রের দূরত্ব,
সুস্থ হোক যত সম্পর্ক যা ছিল তিক্ত,
যে যার কাছে দিয়েছো কথা, দিয়েছো যাকে যত কষ্ট,
তিক্ততা সব ভুলে যেও, বাঁচলেই তো থাকবে অবশিষ্ট..
প্রিয় মানুষদের সাথে গল্পে-গল্পে হেঁটে যাবে শত ক্রোশ,
মানুষে-মানুষে বিভাজন হবেনা সেদিন কোনো মুখোশ..
আবার কোনো ঈদ আসবে, সুস্থ পৃথিবীতে,
গল্পে-গানে-আড্ডায়, সৌহার্দ্যে, সম্প্রীতিতে..
নতুন পৃথিবী প্রাণোচ্ছল হোক,
সবাইকে ঈদ মোবারক।
_________________
রাহবার-ই-দ্বীন
২৪-০৫-২০২০