কারো রঙহীন সাদা-কালো স্কেচ,
হয়তো অন্য কারো ক্যানভাসে রঙিন,
কারো অনভিজ্ঞ হাতের ভুলে ভরা প্রেমপত্র,
হয়তো কারো উত্তরের অপেক্ষায় মলিন,
কারো কাঁচা হাতে,
এলোমেলো রংতুলির স্পর্শে,
একটা মিথ্যে ছবি হয়।
কারো বেসুরো গলায়,
ভুল কোনো লিরিকে,
একটা মিথ্যে গান হয়।
তোমাদের প্রিয় কোনো কথা, প্রিয় কোনো গল্প,
অতীতের কোনো কবিতা, দুঃখ মিশে অল্প,
তোমাদের প্রিয় কোনো চিঠি, প্রিয় কোনো ছবি,
এই জগতে বড্ড বেমানান, কোনো অচেনা বিপ্লবী..
আলো-আঁধারির হাইওয়েতে,
কারো সুখটান এর সীসা,
ধোঁয়ায় মিশে থাকা অনুভূতি,
প্রিয় মানুষটাই তো একটা নেশা...