তোমার বেলি ফুলের ঘ্রাণে প্রগাঢ়ভাবে মিশে,
ক্ষুদ্রতম কোনো উপহার খুঁজে নিও,
প্রথমবার নোলক পড়ার ছোট্ট গল্পের শেষে,
একটা অচেনা চিরকুট বুঝে নিও..
একটা মিছেমিছি অভিনয়ের শহরে,
ভেসে যাওয়া কারো আর্তনাদ দেখো,
হাজারো কৃত্রিম ব্যস্ততার ভিড়ে,
তোমাদের প্রিয় মানুষকে মনে রেখো।