নিউ-ইয়র্কে আজ লাশের গন্ধ, হাজারো মৃতের বন্যা,
প্যারিসও খুব পিছিয়ে নেই, এখানেও আজ মরণ-কান্না..
রোম তো সেই কবেই পুড়েছে, ক্ষুদ্র ভয়ানক শত্রু অদৃশ্য,
তেহরান-বার্লিন ভুগছে প্রতিদিন, মানুষ আজ বড় নিঃস্ব..
ভাইরাস পৌঁছে গিয়েছে দিল্লী-ঢাকা,
ব্যস্ত সড়ক, উন্মুক্ত থিয়েটার আজ ফাঁকা,
এই বুঝি মৃত্যু এলো নেমে,
অদৃশ্য আতঙ্কে জনজীবন গেছে থেমে..
বাতাসে শুধু লাশের গন্ধ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে লাখ,
পৃথিবীটাই আজ দিশেহারা, বিশ্বনেতারা দিচ্ছেন হাঁক..
মরছে রোগী, মরছে চিকিৎসক,
মরছে পুলিশ অফিসার,
এ যে এক অদৃশ্য শত্রু,
বলো, আজ রেহাই আছে কার??
প্রিয়জনকে শেষবারের মতো যাবে না দেখা,
শেষ একটিবার বলা কথা বলা হবে না,
কেউ হয়তো জানতেও পারবে না,
কোথায় প্রিয় মানুষের শেষ ঠিকানা..
এ কেমন শাস্তি দিচ্ছো প্রকৃতি?
যে যার কাছে কথা দিয়েছো, দিয়েছো যত কষ্ট
মনোমালিন্য সব ভুলে যেও, বাঁচলেই তো হবে অবশিষ্ট..
স্তব্ধতার এই পৃথিবীতে,
আবার হবে নতুন কোনো ভোরের দেখা,
রিক্ততা ভেদ করে আসবে কোনো বসন্ত,
প্রেমিকার কপালে এঁকে দেয়া, ভালোবাসার রেখা..
ততদিন থেকো অপেক্ষায়, প্রিয় সবকিছুর প্রতীক্ষায়,
আসবেই আসবে নতুন ভোর,
মানুষের কোলাহলে, খুশি আর ছন্দে উঠবে ভরে,
তোমাদের প্রিয় এই শহর...