একটা অচেনা সময়ে তোমায় চিনেছিলাম,
সমুদ্রের বিশালতা কিংবা প্রকৃতির আপনত্বে,
তোমায় চেয়েছি খুব করে,
হয়তো ভুল স্বপ্নে, কিংবা ভুল সময়ে...
আমার জন্য যেটা অমোঘ সত্য,
তোমার কাছে সেটা পরিত্যাজ্য কোনো ভুল,
আমার জন্য যেটা অধরা স্বপ্ন,
তোমার কাছে সেটা হয়তো অগ্রাহ্য কোনো ফুল।
আমার জন্য যেটা যত্নে লেখা কবিতা,
তোমার কাছে সেটা নিষ্প্রাণ কোনো ব্যাখা,
আমার জন্য যেটা অধীর অনুভূতি,
তোমার কাছে সেটা, হয়তো মূল্যহীন কোনো অপেক্ষা...
কিছু সত্য সবসময় "সত্য" হয়না,
কিছু অপেক্ষা সবসময় শেষ হয়না,
কিছু ভুল স্বপ্ন হয়তো অধরাই থেকে যায়,
কিছু ভুল সময়, শুধু হতাশা দিয়ে যায়...
আর কিছু কবিতা, "মিথ্যে" হয়েই রয়ে যায়।
অপেক্ষার কঠিন সংকল্পে নিজেকে বেঁধেছি,
শুধু একটা ভুল স্বপ্নে, বারবার আটকে গিয়েছি,
কবিতার আড়ালে চোখের জলে রা হাসে,
আর সেই হাসির আড়ালে হাসে একরাশ কষ্ট।
লাল শাড়িতে আমার অলস সূর্যাস্ত,
কিংবা নদীর তীরে তোমার ক্লান্ত বিকেল,
আশা করছিনা তুমি কাছে ডেকো,
তুমি শুধু, দূর আকাশের তারা হয়েই থেকো,
আমি যত্ন করে কাছে রাখবো..