আমাদের কাছে প্রেম ছিল একটা ভালোবাসার স্কুল,
তুমি আমি পড়তে যেতাম, মুগ্ধ নয়নে অবাক হতাম,
হাজারো কথার ছলে বলেই বসতাম, "ভালোবাসো?"
তুমি ঠিক থার্ড বেঞ্চের লাজুক মেয়েটা হয়েই,
মাথা নেড়ে বুঝিয়ে দিতে,
"পড়ে এসেছি, তবে এখন বলবোনা"...
_