নিশ্চুপ বিকেলে তুমি এসে দাঁড়াতে ছোট্ট বারান্দায়,
যত্নে রাখা কোনো অর্কিড কিংবা চন্দ্রমল্লিকার আড়ালে,
ওদিকে আমার বিকেল কেটে যেত অনিশ্চয়তায়,
ফুলের আড়ালে, একটিবার কি তাকাবে খেয়ালে??
হ্যা, সেদিনের আকাশটাও খুব সুন্দর ছিল,
ঠিক সেদিনটায়, অনেক বছরের সব স্মৃতি,
আমরা এক নিমিষেই পুড়িয়ে ফেলেছিলাম...