নির্ঘুম রাতে, অচেনা আঁধারে, একাকিত্বের গল্প হোক,
মানুষটা কেন, হঠাৎই যেন, অন্য কোনো লোক..
প্রহর শেষে, সে না এসে, অপেক্ষা দিয়েছে বাড়িয়ে,
হারিয়েছে তত, অনুভূতি যত,কেউ নেই আজ দাঁড়িয়ে..
দূর হতে আমি, ওখানেই থামি, থেমে গেছে গল্পটাও,
মিথ্যে যত কথা, সব ছিল তথা, ভুলে গিয়েছো তুমিও!