শুক্রবার বিকেলে আমাদের দেখা হত,
ছয় টাকার ধোঁয়া ওঠা চায়ের কাপ,
ঘন্টার পর ঘন্টা কেটে যেত,
আমাদের সেই বসে থাকাতেই আনন্দ!
"কি এত কাজ করো সারাদিন?"
কৃত্রিম রাগান্বিত সুরে তোমার অভিমান ভাঙাতে,
এগিয়ে আসতে হত আমাকেই।
সপ্তাহান্তে ছোট উপহার,
হয়তো গোলাপ, হয়তো অন্য ফুল,
ব্যস্ততার ভিড়ে থাকা শহরের একদিনের ছুটিতে,
আমাদের ছোট্ট পরিচয়ের ভুল...