আকাশে হঠাৎ মেঘ এলেই, চলে যেতে তুমি বৃষ্টি কুড়োতে,
বৃষ্টি শেষে রঙধনু এলেই, ফিরে এসে তুমি গান শোনাতে।
গল্পে গল্পে বেলা কেটে যাওয়া, আমি তবু ফিরে আসি,
অল্প অল্প সে জলের ফোঁটায়, তোমার প্রিয় স্নিগ্ধ হাসি।
বেলা ফুরিয়ে সন্ধ্যে নামলে,
তোমার খোলা চুলের বৃষ্টি দিও,
ফিরে আসার পথ হারিয়ে গেলে,
শেষ চিঠিটা খুঁজে নিও...