তোমাকে দেখার অপেক্ষা শেষ হতে,
কয়েকশত গোলাপ গেল শুকিয়ে,
তোমাকে ভালোবাসি লিখতে লিখতে,
হাজারো পৃষ্ঠা গেলো হারিয়ে..
কতটা নির্ঘুম প্রহর গেল কেটে,
তোমাকে বোঝার চেষ্টায়..
মধ্যরাতে মানুষটা গেল হারিয়ে,
তোমাকে অনুভবের তেষ্টায়...
ক্যাফেটেরিয়ায় হাজারো গল্পে,
না বলা অনুভূতিগুলো মিশে ছিল,
একটা ছোট্ট রঙ-চা এর কাপে,
তুমি কি বুঝতে পেরেছিলে কখনো?
প্রতি সকালে ঘুম ভাঙানো এলার্ম ক্লকে,
হয়তো কারো অভ্যাস হয়েছিলে,
তুমি কি অনুভব করেছিলে কখনো?