শহরের বুকে নেমে আসা শেষ সূর্যাস্ত,
কারো প্রেয়সী, কারো কাছে, নির্ভরতার হাত রাখি,
ব্যস্ত রাস্তায় ছুটে চলা ছাতা-বিহীন কোনো যুবক,
আকাশে তাকাতেই, হেসে বলি, ওই যে, মেঘপাখি...
অলস বিকেলে শেষবারের মতো কারো বিচ্ছেদ
গল্পের ডায়েরীতে,কারো শেষ কোনো অনুচ্ছেদ,
প্রথম সাক্ষাতের জন্য, কারো চুপিসারে ক্লাস ফাঁকি,
জীবনটা অনেক রং আঁকে প্রতিদিন, মেঘপাখি....
কারো অনভিজ্ঞ হাতের ভুলে ভরা প্রেমপত্র,
ব্যস্ত শপিংমলে হারানো অনুভূতি যত্রতত্র,
হয়তো ডাকযোগে আসা শেষ কোনো চিঠি,
মানুষের মন তো মেঘের মতই বিচিত্র, মেঘপাখি...
কালবৈশাখী এসে চলে যায়, রোদ উঠে হেসে,
আমাদের দুঃখেরা চলে যায়, কান্নার শেষে,
হঠাৎ পাওয়া সুখে, নিমিষেই অতীত ভুলে থাকি,
রংধনু এলেই মেঘ সরে যায়, চলে যাই মেঘপাখি....