তুমি হঠাৎ পাখি হবে, উড়ে বেড়াবে আমার শহরে,
তুমি হঠাৎ নিশাচর হবে, অপেক্ষায় রইবে শেষ প্রহরে,
তুমি হঠাৎ গান হবে, কন্ঠ মেলাবে সুরের পাতায়,
তুমি হঠাৎ কবিতা হবে, ছন্দ লিখবে পুরোনো খাতায়..
ছন্দের খাতায়, সুরের পাতায়, অনুভূতিটার খবর নিও,
হঠাৎ একদিন বিলাসিতা থেকে, অভ্যাসটা হয়ে যেও...