আমাদের ব্যাকডেটেড প্রেমগুলো উপহাস করে বেড়ায়,
হারিয়ে খুঁজে সেই অনুভূতির রিদ্ধতা,
আমাদের পুড়িয়ে ফেলা গল্পগুলো ঠাট্টা করে যায়,
ফিরিয়ে দেয় পুরোনো অনেক তিক্ততা...
গান থেকে যায়, সুর রয়ে যায়, বদলে যায় মানুষটা,
গল্প থেকে যায়, অক্ষর রয়ে যায়, ফুরিয়ে যায় কলমটা,
তোমাদের আভিজাত্যের গল্পের ভিড়ে,
পুরোনো সেই গল্পটাও রেখে দিও,
তোমাদের বানোয়াট প্রতিবিম্বের ভিড়ে,
ধুলোয় ধূসর আয়নাটারও যত্ন নিও...