তারপর থেকে প্রতিটা বর্ষা আমাদের ছিল,
ইউনিভার্সিটি রোড ধরে হেঁটে যেতাম,
কখনো ছাতা না পেয়ে ভিজে যেতাম,
প্রকৃতি কি কখনো জানতো,
আমাদের এই বৃষ্টিতে ভিজতেই আনন্দ??
শ্রীমঙ্গলের ট্রেনে, সেকেন্ড ক্লাস সিটে,
পাশাপাশি বসে তুমি আমায় প্রতিজ্ঞা করেছিলে,
আমায় তুমি বৃষ্টি দেখাবে...
আমায় তুমি বর্ষণমুখর বিকেল চেনাবে...
তোমার ইকোনমিক্সের হিসেব আমি বুঝতাম না,
তুমিও আমার মেডিকেলের পড়া বুঝতে না,
তবুও কিভাবে মিলে গিয়েছিল সব, বলতে পারো??