ভুল কত ছিল টেলিফোন কল,
ভুল কত ছিল নির্ঘুম রাত হাজার,
ভুল কত ছিল অচেনা কোনো কন্ঠ,
ভুল কত ছিল, অভিনেতা সাজার..
ভুল কত ছিল রক্তিম কোনো গোলাপ,
ভুল কত ছিল মিথ্যে কোনো চিঠি,
ভুল কত ছিল স্নিগ্ধ রজনীগন্ধা,
ভুল কত ছিল, কিছু কৃত্রিম স্মৃতি...
ভুলের গল্পে ভুলগুলো সব যেন,
ঘুমিয়ে থাকা কোনো পাতা লজ্জাবতী,
কারো চোখে নিভু নিভু করে জ্বলে,
কারো মিথ্যে ভালোবাসার বাতি..!
হয়তো ভুল ছিল মুখোশ পড়া হাসি,
হয়তো ভুল ছিল মিছেমিছি অপেক্ষা,
হয়তো ভুল ছিল বানোয়াট কোনো স্বপ্ন,
হয়তোবা ভুল ছিল,
"তুমি-আমি থেকে আমরা" হওয়া...!