প্রিয় ধরিত্রী,
তুমি বৃষ্টি হয়ে ঝরেছিলে,
আমি তোমায় বুঝতে পারি নি,
তোমার শ্রাবণ ধারা থামিয়ে দিয়ে,
তোমার সৌন্দর্যকে করেছিলাম রুক্ষ,
কেটে ফেলেছিলাম লক্ষ-কোটি বৃক্ষরাজি,
হয়তো সেজন্যই জীবন বড্ড বিপন্ন আজি!!
প্রিয় অরণ্য,
তুমি সবুজ হয়ে এসেছিলে,
আমি তোমায় বুঝতে পারি নি,
তোমার আদিমতা থামিয়ে দিয়ে,
তোমার সবুজাভ অরণ্য উজাড় করে,
বানিয়ে ফেলেছিলাম বিরানভূমি অন্য,
হয়তো সেজন্যই মানুষ আজ বড্ড বিপন্ন!!
প্রিয় আকাশ,
তুমি উদারতা শিখিয়েছিলে,
আমি তোমায় বুঝতে পারি নি,
তোমার বিশালতা ঢেকে দিয়ে,
দেখতে দিই নি তোমার উদারতা,
তৈরি করেছিলাম হাজারো উচ্চ ইমারত,
হয়তো সেজন্যই আজ আতঙ্কিত এই জগৎ!!
প্রিয় সমুদ্র,
তুমি প্রশান্তি দিয়েছিলে,
আমি তোমায় বুঝতে পারি নি,
তোমার অকৃত্রিমতায় বাধা দিয়ে,
তোমার জলরাশি করেছি ভীষণ দূষিত,
করেছি তোমারই প্রিয় মৎসকূলের অত্যাচার,
হয়তো সেজন্যই আজ করে যাচ্ছো আমার বিচার!!
প্রিয় বায়ু,
তুমি নিঃশ্বাস দিয়েছিলে,
আমি তোমায় বুঝতে পারি নি,
তোমার বিশুদ্ধতা থামিয়ে দিতে গিয়ে,
বানিয়েছি হাজারো কল-কারখানা, ইটভাটা,
করেছি তোমারই প্রিয় বায়ুমন্ডলকে বিষাক্ত অতি,
হয়তো সেজন্যই আজ আমাদের হচ্ছে এতটা ক্ষতি!!
প্রিয় পৃথিবী,
আমি আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি,
প্রিয় ধরিত্রী,
আমি আজ তোমার কাছে ভুল স্বীকার করতে এসেছি,
প্রিয় প্রকৃতি,
আমায় তুমি ক্ষমা করে দিও,
এই অপরাধীকে তুমি ক্ষমা করে দিও।