আমাদের কাছে প্রেম ছিল একটা ভালোবাসার স্কুল,
তুমি আমি ফিজিক্স পড়তাম,
প্রাসের গতিপথে হঠাৎ হারিয়ে যেতাম,
স্থিতি কিংবা গতি জড়তায় ডুবে রইতাম,
একটা সময় হয়তো বলেই বসতাম,
"ভালো লাগছে না, অন্য কোনো কথা বলি"
তুমি ঠিক তখনই, হ্যা ঠিক তখনই,
অন্য দিকে ফিরে অগ্রাহ্য করতে,
কৃত্রিম রাগান্বিত সুরে ভুল ভাঙ্গিয়ে দিতে...
সব বুঝেও না বোঝার ভান করে বলতে প্রিয়,
"অনুশীলনীর শেষ অংকটা একটু বুঝিয়ে দিও"