একশত টাকার একটা নোট ভাংতি দিতে গিয়ে
তোমার সাথে পরিচয়।
সেদিন তো শুধু ভাংতি টাই নিলে না,
হৃদপিন্ডের একটা প্রকোষ্ঠই নিয়ে গেলে হয়তো..
.
ক্যাফেটেরিয়ার উন্মত্ত আড্ডার দিন গুলোতে
হঠাৎ একটা লেমন-টির কাপে পরিচয় তোমার সাথে,
সেদিন চিনি ছাড়াও সেটা এত মিষ্টি মনে হবে,
কে জানতো!!
.
হয়তো নাই বা থাকলে কোনো কথোপকথনে
বা চুপচাপ কোনো বিকেলের আলাপে,
থেকো কিন্তু কঠিন সময়ে
কিংবা দুরারোগ্য কোনো প্রলাপে!!