পৃথিবীতে অনেকবার যুদ্ধ নেমে এসেছে,
কখনো থ্রি-নট-থ্রি রাইফেল আর একবুক সাহস নিয়ে,
পৃথিবীতে অনেকবার যুদ্ধ নেমে এসেছে,
কখনো নিজেদের অধিকার আদায়ে শোষিত জনতার,
দীৃপ্ত কন্ঠে বজ্রমুষ্টি, কিংবা অফুরান দেশপ্রেম নিয়ে
পৃথিবীতে অনেকবার যুদ্ধ নেমে এসেছে,
কখনো বঞ্চিত, নিপীড়িত মানুষের ক্রমশ প্রতিবাদে,
জলপাই রংয়ের ট্যাংকের বিরুদ্ধে, মানুষের প্রতিরোধের।
হ্যা, পৃথিবীতে অনেকবার যুদ্ধ নেমে এসেছে,
পারমাণবিক বোমায় নিঃশেষ হওয়া হিরোশিমা -নাগাসাকির,
কিংবা ড্রোন আর ক্ষেপনাস্ত্রের খেলায়
মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া কোনো জনপদে..
আজ একটা নতুন যুদ্ধের গল্প বলবো,
একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ, সাদা অ্যাপ্রোনের যুদ্ধ..
যেখানে মানবতা হুমকির মুখে চলে যায়,
সাদা অ্যাপ্রোন সেখানে উঠে দাঁড়ায়।
যেখানে অসুস্থ মানুষের আর্তনাদে ভারী হয় বাতাস,
সাদা অ্যাপ্রোন সেখানে উঠে দাঁড়ায়।
যেখানে দরিদ্র অসহায় মানুষ আসে জরুরী বিভাগে,
সাদা অ্যাপ্রোন সেখানে ভরসা হয়।
যেখানে এক ক্ষুদ্র অণুজীবের আতঙ্কে পৃথিবী স্তব্ধ,
সাদা অ্যাপ্রোন, সেখানেই এসে নির্ভরতার গান শোনায়।
হোক সেটা সবচেয়ে দুরারোধ্য কোনো রোগ,
ওরা আছে সবসময়ই,
হোক সেটা সবচেয়ে ধন্যবাদ-হীন কোনো কাজ,
ওরা আছে সবসময়,
নাই বা থাকলো পিপিই, নাই বা থাকলো মাস্ক,
ওরা আছে, আপনার জন্য, সবসময়ই...
সময়ের প্রয়োজনে যুদ্ধ বদলায়, বদলায় যোদ্ধারা,
এবারের যুদ্ধের গল্পটা ভিন্ন, মানুষ বাঁচানোর যুদ্ধ।
হসপিটালের বারান্দা গুলো জানে সেই যুদ্ধের গল্প,
সাদা অ্যাপ্রোনগুলো জানে সেই যুদ্ধের গল্প।