আমি সবসময় বড্ড সেকেলে হয়েই কাটিয়ে দিতে চেয়েছিলাম,
তোমার আধুনিকতার স্পর্শ আমায় টানে নি...
আমি সবসময় পিছিয়ে পড়া কেউ হয়ে থাকতেই চেয়েছিলাম,
তোমার চঞ্চলতা আমাকে বুঝতে চায় নি..
সবাই এগিয়ে গেলে পেছন থেকেই না হয়,
দেখা হোক পৃথিবীটা কিছুদিন!
আমি সবসময় ভেবেছিলাম
অনেক কিছুর মাঝে থেকেও "ভালো আছি" বলতে,
ভালো না থেকেও "ভালো আছি" বলা, কয়জনই বা পারে, বলো?