একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের প্রথম দেখা,
আমি চট্টগ্রাম, তুমি শ্রীমঙ্গলের যাত্রী...
আধ ঘন্টা দেরিতে আসা ট্রেনের অপেক্ষা,
আমাদের একটা ছোট্ট গল্পের অভিযাত্রী..
ভুল করে হয়ে যাওয়া পরিচয় থেকে,
ভুল করেই ভুল ট্রেনে উঠে যাওয়া,
তোমার বলা বৃষ্টির গল্প থেকে,
আমাদের প্রথম বর্ষার অনুভূতি...