আজ উৎসবের দিনে নেই কোনো রঙ,
নেই আজ কোনো নিপুণ আলপনা,
মিস করছে সবাই চিরচেনা বৈশাখ,
নেই আজ ম্যাচিং করা শাড়ি-পাঞ্জাবির জল্পনা..
গোটা পৃথিবীটার আজ হয়েছে অসুখ,
চিকিৎসক-ভাইরাসে আজ এক মহাযুদ্ধ,
মানুষও আজ তাই নেই ভালো,
ঘরের দ্বারগুলো সব আজ রুদ্ধ!
তবুও মানুষ স্মৃতি করে রোমন্থন,
বিশ্বাসে যে আসবে সুন্দর দিন,
খারাপ সময়টা একদিন যাবে কেটে,
হাসি-আড্ডায় মেতে উঠবে সেদিন!
কঠিন এই সময়টাতে, সবাই যেন ভালো থাকে,
নিরাপদে ঘরে বসে, প্রিয়জনকে যেন ভালো রাখে!
প্রিয় ক্যাম্পাসে আবারো, রঙিন সব আল্পনা হোক,
প্রিয় বন্ধুদের প্রিয় সব মুহুর্ত, খুঁজে নিক ক্যামেরার চোখ!
অপেক্ষার প্রহর গুনে, থাকি সবাই নিরাপদে,
কঠিন সময় কাটলেই, উৎসব হবে গানে, গল্পে, ছন্দে!!
বন্ধুবান্ধব, সিনিয়র, জুনিয়র মিলে,
হবে গল্পে-আনন্দে উৎসব আবার,
আবারো বসবে আড্ডার আসর,
উৎসবে সাজবে চমেক পরিবার!