...."প্রজাপতি সেদিন অপেক্ষায় ছিল,
কয়েকটা দিন ধরে একই অপেক্ষায় থেকে,
অজস্র না বলা অনুভূতি ভেতরে চেপে রেখে,
একটা গল্পের শুরু করার জন্য।
প্রজাপতি সেদিন কিছুক্ষণ পর পর আশেপাশে দেখছিল,
যদি পরিচিত কেউ দেখে ফেলে তাকে? যদি বাসায় বাবা-মা জেনে যায়?
ক্লাস ফাঁকি দিয়ে এসে যদি ধরা খেয়ে যায়?
প্রজাপতি সেদিন নীল শাড়ি পড়েছিল,
সাথে ম্যাচিং করা জুতো,
আর কাঁধ পর্যন্ত নেমে আসা খোলা চুল।
অনেক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে
শহরের দামী কোনো গিফট শপে থেকে কেনা একটা সুন্দর হাতঘড়ি,
আর ছোট একটা গিফট কার্ড।
সদ্য কলেজ পাশ করা কোনো এক অষ্টাদশীর জন্য তো এটা অনেক বড় কিছু।
রঙ যেন এই দিনটারই অপেক্ষায় ছিল,
বন্ধুর কাছ থেকে ধার করে আনা অফ হোয়াইট পাঞ্জাবি,
আর বহুবার সেলাইয়ের অভিজ্ঞতা হওয়া এক জোড়া স্যান্ডেল।
তার দেয়ার কিছুই নেই হয়তো,
সে শুধু প্রজাপতির প্রিয় একটা গান গেয়ে শোনাবে,
নিজেকে তার খুবই ছোট মনে হচ্ছে আজ,
প্রজাপতি কি তাকে ফিরিয়ে দেবে?...."