চৈত্র-বৈশাখে দেখা হলো না, গল্প হলো না অলস বিকেলে,
দিনদুপুরে গান হলো না, কথা হলো না খুব সকালে..
অনেকদিনের অনেক কথা, জমে গিয়েও যাচ্ছে হারিয়ে,
অভিযোগ আর অভিমানেরা, সব যে শুধু যাচ্ছে ফুরিয়ে..
মার্চ পেরিয়ে এপ্রিল এলো,
শব্দগুলো সব পথ হারালো,
গল্পগুলোও কি হারিয়ে যাবে?
ঈদ পেরিয়েও কি দেখা হবে??