মধ্যরাতের চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ আর
দুইজনের ম্যান সিটি - জুভেন্টাস তর্কে,
কিংবা নিঃশব্দ রাত্রিতে খোলা চুলে কারো একান্ত মুহুর্তে,
তুমি ছিলে প্রচন্ডভাবে..
এক নম্বর রোডের বাঁ দিকের শেষ মাথায়,
সড়কবাতিটা যখন নিভে যায়,
কারো গল্প লেখার খাতায় তখন দুই ফোঁটা চোখের জল,
তুমি কি কখনো বুঝতে পারো??