(এই সময়ে চিরচেনা চট্টগ্রাম শহরকে মিস করছেন না এরকম মানুষ হয়তো কমই আছে। সেটা ভেবেই একটা ছোটখাটো কবিতা লিখে ফেললাম। ভুলত্রুটি আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই)
__________________________________
সকাল হতেই ষোলশহরের ব্যস্ত শাটল ট্রেন
আট টার লেকচারের জন্য এক ঝাঁক সাদা অ্যাপ্রোন,
কিংবা চুয়েটের ব্যস্ত লাল-সাদা বাসগুলো,
প্রিয় মায়াবী শহর, তোমায় মিস করছি সবাই..
সকাল সোয়া ন'টায় অফিসগামী ৮ নম্বর বাসের ভিড়,
হলুদ টেম্পুর পেছনে ঝুলে থাকা দুরন্ত কিশোর
কিংবা স্কুল ইউনিফর্মে সবুজ ফ্রক-সাদা শার্টের দেখা,
সবকিছুই থেমে গেছে হঠাৎ...
কারো একাকীত্বের একমাত্র সঙ্গী নেভালের পেয়াজু,
সাপ্তাহিক ছুটির দিনে পতেঙ্গায় কারো সূর্যাস্ত,
কিংবা ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের কাপ্তাই ছুটে যাওয়া,
প্রিয় শহর, মিস করছি তোমার সবকিছু...
চির-চঞ্চল শিল্পকলার সামনের চত্বর,
আর্ট গ্যালারিতে নেই কোনো চিত্র-প্রদর্শনী,
থিয়েটার ইন্সটিটিউটের ব্যস্ত বিকেল,
কিংবা জামালখানে বন্ধুদের শেষ না হওয়া আড্ডা,
হঠাৎ যেন থমকে গেছে সব...
প্রিয় শহর, আবারো সুন্দর দিন আসবে,
সি আর বির শিরীষতলায় নতুন ছন্দে নতুন প্রাণে
আবারো বসন্তের উৎসব হবে,
ব্যস্ত সড়কের বাতিগুলো মানুষের চাঞ্চল্য ফিরে পাবে,
একটা চাকরির অপেক্ষায় থাকা কোনো চালচুলোহীন যুবক
কিংবা জীবনের শেষ দিকে থাকা কোনো বৃদ্ধ,
সবাই একটা নতুন সূর্যোদয় দেখবে...
কঠিন সময়টা শেষ হবে একদিন,
অনেক না বলা গল্প সত্যি হবে সেদিন,
শহরের ফুলের দোকান গুলো খোলা হবে আবারো,
প্রেয়সীর খোঁপায় থাকবে স্নিগ্ধ কোনো রজনীগন্ধা..
প্রিয় শহর, ততদিন অপেক্ষায় থেকো...
(৩০-০৩-২০২০)