তথাকথিত সেক্স এডুকেশন - এক ভারতীয় সংস্কৃতির আধারে
সেক্সচুয়াল relationship নিয়ে যে বাড়াবাড়ি পর্যায়ের নিষেধ , সেটা বেসিক্যালি ভিক্টোরিয়ান যুগের culture থেকে উদ্ভূত। আমাদের ভারতীয় সংস্কৃতিতে সেক্স হচ্ছে সেলিব্রেশন অফ লাইফের আরেকটা প্রকাশ। যৌনতাকে ধরে আধ্যাত্বিক উন্নতির পথ নিয়ে এদিক ওদিক থেকে অনেক কথা শুনেছি, সে ওশোর সম্ভোগ থেকে সমাধি বা তন্ত্র সাধনার পথে কুণ্ডলিনী জাগরণ অথবা বাউল বৈরাগী যৌনাচার, আমি এসবের মধ্যে যাচ্ছি না। এই ব্যাপারে রামকেষ্টর সহজ সরল মন্তব্যই বেশী রিলেট করতে পারি - সেও একটা পথ বটে তবে কঠিন পথ। এর চেয়ে ভারতীয় সমাজ জীবনের নানা সেলিব্রেশন এর মত একই চোখে যৌনতাকে দেখা হত , আমাদের সমাজের এই দিকটাই ভাললাগে। প্রাচীন ভারতীয় সমাজে যৌনতাকে কত স্বাভাবিক ভাবে নেওয়া হত সেটা বোঝা যায় আমাদের অজস্র পৌরাণিক কাহিনীর থেকে। সময়ের সঙ্গে সামাজিক জীবনে পরিবর্তন হয়েছে কিন্তু যৌনতার প্রতি দৃষ্টিভঙ্গি গঠনমূলকই ছিল মোটামুটি।
যৌনতার প্রবণতার সঙ্গে সম্পর্কে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস এবং সহমত হওয়ার দিক , আর বংশ বৃদ্ধি যুক্ত হবার কারণে দ্বন্দ চিরাচরিত তাই এর সামাজিক বাউন্ডারি সব সমাজেই সদা পরিবর্তন শীল কিন্তু আমাদের সমাজে সেক্স এর আনন্দকে কালো তকমা দেওয়াটা বিগত কিছু শতাব্দীতেই প্রাধান্য পেয়েছে , শুধু সেক্স কেন সমস্ত আনন্দের মাঝে নিয়মের বেড়া তৈরী করার প্রবণতা চলে এসেছে।
I believe all the rules, regulations, laws, formalities are created only for one reason, to prevent ourselves from the addiction of some activity, which comes from attachment. The moment we wrongly associate the source of joy from work to some external object, it kills the very free nature of our existence. Then we get engaged to that activity not from the expression of free will but (Moha) to seek pleasure or happiness or anxiety.
There is an acid test for realizing a work is from attachment or an inspired work. This explanation, I heard from somebody in TedTalk. After finishing an organically inspired work we leave with an ah-ha moment just feel good from the extension of the feeling during execution but doesn’t want to go back to do again the same activity but an attached work we tempt to do it again to sick some sense of fulfillment.
But in the process of stopping ourselves from addictive work we mistakenly started discouraging the celebration of life too যেটা আমাদের সামাজিক জীবনকে উৎসব ( উৎস কে নিয়ে আনন্দ ) গড়ে তোলার প্ৰচেষ্টা ভারতের সব প্রান্তে প্রাণের হিল্লোলে ওঠা সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ( ইনক্লুডিং সেক্স ) দেখা যায় তার একদমই উল্টো।