গল্পের

মানব সমাজে কোন ভাব বা কোন উপলব্ধ জ্ঞান এক জেনারেশন থেকে অন্য জেনেরেশন এ প্রবাহিত করার সবথেকে বড় উপায় হচ্ছে  ...গল্প।  সেটা শুধু ভারত ভূমির ক্ষেত্রে প্ৰযোজ্য নয় সমস্ত ভূভারতের ক্ষেত্রেই সত্যি।  আমেরিকায় একটা লেক আছে ক্রেটার লেক.....এটা হচ্ছে নর্থ আমেরিকার সবথেকে গভীর নীল লেক, খুব গভীর হবার কারণেই এর নীলিমা ।  এই লেক টা তৈরী হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে প্রায় মাউন্ট এভারেস্টের মত উঁচু একটা আগ্নেয় পর্বত বসে গিয়ে। Mount Mazama grew for almost half a million years. 7,700 years ago, it erupted violently, then collapsed into itself.  তুই কল্পনা করতে পারিস কী প্রলংকারী প্রাকৃতিক কান্ড হয়েছিল সেটা। আর এই ঘটনা টা সেখানকার স্থানীয় মানুষরা যারা চাক্ষুস করেছিল আর তারা এই রকম একটা গল্পের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম সেই ক্রেটার লেক তৈরীর কাহিনী প্রবাহিত করেছিল। 

Crater Lake is considered a sacred place to the Klamath Tribe. It is truly amazing to think of what it may have been like to experience the collapse of Mt. Mazama nearly 8,000 years ago. Evidence exists of ancient peoples who bore witness to the event through the stories passed down over generations, as well as artifacts retrieved from beneath layers of ash. 

One of the legends is that of the spirit Llao, of the underworld, who emerged from the volcano and fell in love with a native woman. When her father, the chief, gave word that she did not want to marry Llao, the spirit became furious and began scorching the forests surrounding the mountain, forcing the Klamath people to wade into Upper Klamath Lake to escape. Depending on which version is told, Llao was defeated by either Gmo’Kam’c (the Creator) or Skell, a spirit living in nearby Mount Shasta, who was also in love with the woman and/or pitied the humans. After Llao was defeated, it is said that blue water came rushing up out of the ground. The Klamath people called the lake Giiwas, and the area now known as Crater Lake became a sacred place.