চ্যাট বট এর ভাল মন্দ

ভালো মন্দ তো আপেক্ষিক ব্যাপার , এটাই নতুন টেকনোলজি ট্রেন। রেজাল্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলেলেন্সি আর নিউরাল নেটওয়ার্কিং।  গুগুলও এই দিকে যাচ্ছে এখন , কিন্তু এরা পাইওনিয়ার ।  খুব সহজ ভাবে বল্লে মানুষের চিন্তা করাটাকেও আউটসোর্স করে দেওয়া।  একটা উদাহরণ দিলে সুবিধা হবে , তুই বল্লি বাড়িতে চাল , ডিম , নুন , হলুদ লঙ্কা আছে কি রান্না করে কি খাব  , ও তোকে কিভাবে ডিমভাত করে খাবি তা স্টেপ বাই স্টেপ বলে দিল, আরও বললো খাওয়াটা সহজ আর সুস্বাদু হবে। 

গুগুল এ কি করতাম কিছু ওয়ার্ড দিয়ে সার্চ করলে ও অঙ্ক করে  ( এর মধ্যেও অনেক ভাওতা আছে , বেসিকালি জনতা জনার্দনের সার্চ ট্রেন আর কোথায় যায় সার্চ রেজাল্ট থেকে তার মাস্সিভে ডেটা মেনটেইন করে  আর সেটা দুনিয়া ভরের ডাটা সেন্টার এ তা লোকালি স্টোর করে রেখে ) খুব এফেক্টিভলি একটা লিস্ট দেয়।  তার পরের স্টেপে মানুষের ডিপেন্ডেন্সি এসে গেলে পয়সা দিয়ে বা অন্য কোন ইনফ্লুয়েন্স দিয়ে ওই লিস্ট টা ম্যানুপুলেট হতে শুরু হয় ।  

কিন্তু আমি কি খুঁজতে চাইছি , কেন খুঁজতে চাইছি , আর লিস্ট থেকে কোন সাইটে ক্লিক করব সেটা আমার হাতেই ছিল।  এবার সেটাকেও যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া.....এই আর কি 

আমরা তো চোখের সামনেই সকালে বাজার করে রান্না করে খাওয়ার থেকে এই সুই গি র দুনিয়া  হতে  দেখলাম  .... এ আর আমাদের নতুন কি চমক দেবে আমাদের  ..... আমি সুখের  লাগি জেনেশুনে বিষ করেছি পান  ....