শ্রূুতিমধুর ও বোধগম্য করার জন্য বেশ কিছু শব্দের বাংলা অৰ্থ প্রয়োজন। যেমন- Slab. শব্দটির অৰ্থ অভিধানে পট্ট বা পাটা আছে। ছাদ জমানোর সময় Slab শব্দটি ব্যবহৃত হয়। ছাদ ইংরেজীতে Roof বা Ceiling বলে সবাই জানি। এখন যদি বলি ছাদের পট্ট জমাচ্ছে। আশা করি সবাই হাঁসবে। এখন বলা যাবে ছাদ জমাচ্ছে নাকি Roof molded করছে বলবেন? তাহলে বলুন ছাদের Slab জমাচ্ছে। এখানে Slab এর জন্য 'পট্ট' ব্যবহার করলে ছাদের পট্ট জমাচ্ছে বলতে হয়। ছাদ ইংরেজী Slab নয়। Roof ঢালাই যদি হয়, সেটি অৰ্ধেক বাংলা, অৰ্ধেক ইংরেজী।(হাসি) ।