বিশ্বশান্তির উদ্গাতা, লোকপালী পরমপুরুষ, যুগাবতার শ্রীশ্রীঠাকুরের ঐশী জীবন ও তাঁর প্রতি ভক্তি-অনুরাগ অবলম্বনে টাস্ক,USA'র সম্পাদক শ্রী স্বরুপ কুমার বিশ্বাস (স.প্র.ঋ)মহোদয়ের রচনা ও সুরে এবং প্রধান সুরকার শ্রী গৌতম দে মহোদয়ের তত্বাবধানে সম্প্রতি প্রকাশিত হল অনেক বছর পূৰ্বে রচিত এবং দীৰ্ঘ অপেক্ষার ফসল যাজনমূলক গীতি অ্যালবাম -
"হৃদয় রাঙ্গালে ঐশী আলোয়"
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিন্দ্য কণ্ঠের অধিকারিনী, সুযোগ্যা শিল্পী অনিন্দিতা মিত্র। যশস্বী ও প্রতিভাবান শিল্পী শ্রী বিশ্বজিৎ ভৌমিক। সমস্বরে ওবাদ্যযন্ত্রানুষঙ্গে যাঁরা ছিলেন-
সৰ্বশ্রী
সায়ন সেনগুপ্ত : কম্পিউটার প্রোগ্রামিং
ও ব্যবস্থাপনায়
বাঁশি: সজল গাঙ্গুলী
সেতার: সমীর নস্কর
তবলা ও পারকশন: শ্রী গৌতম দে
কী-বোৰ্ড: ইমন ব্যানাৰ্জী।
ষ্টুডিও: ভি৮৪,কলকাতা।
Album generated by Sargam Video, চট্টগ্রাম ।
সহযোগীতায়: বন্ধুবর দীপেন আচাৰ্য্য, চন্দনময় নন্দী টিটু, বাপ্পা চৌধুরী, ইতি আচাৰ্য্য, শিমু প্রমুখ ।
আবেগ, আদরমাখা কণ্ঠ ও সুরের মূৰ্চ্ছনায় এবং নিঁখুত তালের ছন্দে গানের কথাগুলো মানুষের হৃদয়কে স্পৰ্শ করেছে বলে অনেক অনুরাগী ও ভক্ত হৃদয়ের সরল অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। চট্টগ্রাম সৎসঙ্গ আশ্রমে আয়োজিত এবারের উৎসবে গানগুলো বাজানো হয়েছে এবং ভক্তেরা খুব খুশী হয়েছেন। কিন্তু গানের রচয়িতা উৎসবের কয়েকদিন পূৰ্বেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। সংবাদ পরিবেশনায়- চন্দনময় নন্দী, সৎসঙ্গ, চট্টগ্রাম।
প্রকাশনা অনুষ্ঠান
সতীৰ্থ ও বন্ধুজনদের সহায়তা ও প্রেরণায় গত ৪ঠা সেপ্টেম্বর, ২০১৫ তারিখে চট্টগ্রাম সৎসঙ্গ আশ্রমে "হৃদয় রাঙালে ঐশী আলোয়" এলবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্রী শংকর রঞ্জন সাহা মহোদয়,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। উপস্হিত ছিলেন ঋত্বিক পরিষদের সভ্য অধ্যাপক শ্রী সুধীর রঞ্জন চৌধুরী, শ্রী অমূল্য রঞ্জন দাশ, শিক্ষক সুধীর কান্তি দাশ। আরও উপস্থিত ছিলেন সভাপতি শ্রী রণজিত চৌধুরী, প্রাক্তন সভাপতি ও অধ্যক্ষ শ্রী সুধীর বিকাশ দেব, সম্পাদক শ্রী মদন দাশ, সহ সম্পাদক শ্রী চন্দনময় নন্দী (টিটু), লায়ন শংকর সেন, ডাইরেক্টর সজীব সিংহ রুবেল, তপন ভৌমিক, এডভোকেট বিশ্বজিৎ দাশ সহ আরও অনেক গুণীজন। এলবামের আবরক উন্মোচন করেন প্রধান অতিথি শ্রী শংকর রঞ্জন সাহা। অতিথি মহোদয় তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, শ্রীশ্রীঠাকুরের বাণী বাস্তবে রুপ দিতে হবে। ধৰ্মের বাণী,আদৰ্শের বাণী পরিপালনের মাধ্যমে সুন্দর সমাজ নিৰ্মান করা সম্ভব। তিনি গানের অ্যালবামটির বহুল প্রচার কামনা করে বলেন শ্রীশ্রীঠাকুরকে নিয়ে এই গানগুলো রচনার ক্ষেত্রে নিশ্চয় লেখকের উপর তাঁর আশীৰ্ব্বাদ হয়েছে।
হৃদয় রাঙ্গালে ঐশী আলোয়
.
.