ফ্রী টিউটোরিয়াল বিশ্বব্যাপী অনেক পরিবারের জন্য একটি জরুরী সাহায্য। আমার অত্র ওয়েব সাইটে এই বিষয়ে একটি আবেদন এখনও আছে। অনেক পরিবার প্রাইভেট শিক্ষকের বেতন পরিশোধে অসমৰ্থ। আমার মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার জন্যে এখনও কোন প্রাইভেট শিক্ষক প্রয়োজন হয়নি। তবে তার এক সহপাঠীনির সাহায্য প্রয়োজন, তার সাহায্যের জন্য আমারও চিন্তা ছিল। ২০১৫এর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পারিবারিক মেইল বক্সে নিম্নে প্রদৰ্শিত ফ্লাইয়ারটি দেখে আমেরিকানদের দায়িত্ববোধের প্রতি আমার মন কৃতজ্ঞতায় উজ্জীবিত হয়ে উঠল। গাড়ি দিতেও তাঁরা প্রস্তুত। এই প্রস্তুতির কথা শ্রীশ্রীঠাকুরও বলেছিলেন।
ফ্লাইয়ারটি পড়ে দেখলে অনুমান করা যায়, মানুষ মানুষের জন্য কত এগিয়ে আসতে পারে।
যুক্তরাষ্ট্রের মানবতাবাদী জনগোষ্ঠীকে ধন্যবাদ। Linwood Community Church এবং Anchor Club এর সকল গুণী লোককে আন্তরিক সাধুবাদ জ্ঞাপন করছি।