.অন্যান্য সকল পূজা সহ মা দুৰ্গার পূজা শেষে প্রতিমা বিসৰ্জন শৈলী মান সন্মত করার জন্য সুবিনীত অনুরোধ জানাচ্ছি। বিন্দুমাত্র ত্রুটি উপহাসের উপাদান হয়ে পূজা, জাতি ও ধৰ্মের মৰ্যাদা হানি করছে। হিন্দু ধৰ্ম মতের অনুষ্ঠান সমূহে সরকারের সহযোগীতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। পূজার পূৰ্বে প্রতিমার ছবি মিডিয়ায় প্র্দৰ্শন করার সময় নিজের মায়ের সমান সন্মানের মৰ্যাদার কথা বিবেচনায় রেখে প্রকাশ করার অনুরোধ করছি।
ছবিতে দেখাতে চাইছি কিভাবে আস্তে আস্তে পুস্পবেষ্টিত রশিতে ঝুলন্ত ভারী pallete এর উপর ভর করে পবিত্র জলে বিসৰ্জিত হচ্ছেন মা দুৰ্গা। প্রতিমার অৰ্ধেকের একটু বেশী পানিতে নিমজ্জিত হওয়ার পর Craneটি pallete টিকে একটু কাত করলেই প্রতিমা জলে বিসৰ্জ্জিত হয়ে গেল। তারপর palleteটিকে নদীর তটে দ্বিতীয় প্রতিমার জন্য নিয়ে আসবে। পূজার শুরু থেকে শেষ পৰ্যন্ত সমান মৰ্যাদা বজায় রাখা চাই। পতেঙ্গা, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা সহ বহু নদীতে এই ব্যবস্হা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।