খ্যাতি নিয়ে আলোচনা। মানুষের খ্যাতি দেখে বিচলিত হলে আপনারই ক্ষতি। যাঁরা স্বৰ্গে যাবেন তাঁরা দেখবেন সেখানে সবাই দেবতা। মানুষের খ্যাতি দেখে বিচলিত হবার কিছুই নেই। আপনিও খ্যাতিমান, কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না। আমি দেখিয়ে দেব। কত অভাজন পেয়েছেন শ্রদ্ধার আসন। পরমপুরুষের পদে এসে তাঁদের জীবনে এই প্রাপ্তি ঘটেছিল। এটি কিভাবে সম্ভব হলো? জানাতে চেষ্টা করব। চেষ্টা করছেন না এমন অনেক সাধক ও জ্ঞানীপুরুষ আছেন। তাঁরা আলোর সন্ধানে ব্যাপৃত। তাঁরা অন্যের ভাবনার দিকে দৃষ্টি দেয়ার চেষ্টা করছেন না। মানুষের খ্যাতি দেখে বিচলিত হওয়া মানে আপনার মন খারাপ হয়ে যাওয়া। এই মন খারাপ হয় হিংসা থেকে। এটি আপনাকে শেষ করে দিতে পারে। দুইভাবে দিতে পারে। একটি ঘটবে আপনার নিজের ভিতর থেকে। অন্যটি ঘটবে অপরের থেকে।