জন্মসিদ্ধ, মন্ত্রপ্রতীকগুরু তথা নামীপুরুষ ও সাধক তথা সিদ্ধপুরুষ সম্পৰ্কে
অনেক স্তরের গুরু আছেন, থাকবেন এবং তাঁরা নমস্য, প্রণম্য, শ্রদ্ধাস্পদ। পরম গতি বা হরি রূপি গুরু একমাত্র সদগুরু তথা পুরুষোত্তম। পুরুষোত্তমের লক্ষণ সম্পৰ্কে পাবকপুরুষ অনুকূলচন্দ্র বলে দিয়েছেন, . . . . . . . । তিনি স্বয়ং নামী, আর নাম নামী অভেদ। যুগপুরুষোত্তম তাঁর প্রজ্ঞারঞ্জিত বাণীতে বলেছেন-
যুগগুরু জন্ম সিদ্ধ
মন্ত্র প্রতীক তিনি,
সিদ্ধগুরু তাঁকেই বলে
সাধন সিদ্ধ যিনি।
পূৰ্ববৰ্তী পৃষ্ঠায় যেতে নীচে ক্লিক করুন