এখানে কিছু বিষয় শীঘ্রই বৰ্ণনা করা হবে।
আরও একটি বিষয় উল্লেখযোগ্য, মৃত্যু নিরাময় যোগ্য বলে মানুষকে যে অনাদিকাল বেঁচে থাকতে হবে তেমন নয়।পুরানো অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে এবং বিনা প্রয়োজনে বেঁচে থাকতে হবে এমন ইচ্ছাও অনেকের নেই। অৰ্গানগুলো তাজা ও ক্রিয়াশীল হতে হবে। তখন মৃতের শরীরে প্রায়োগিক কৌশল কাজ করবে। কত বছর পৰ্যন্ত মানুষ বাঁচবে তা এখানকার আলোচ্য বিষয় নয়৷
চলবে
সিদ্ধ পুরুষগণের জীবনীও পড়ে দেখা যেতে পারে।