" ঐ তিনি যখন যেখানে আবিৰ্ভূত হন সেই স্হানই মানুষের পরমতীৰ্থ ।"
" প্রেরিত-তীৰ্থ আরাধনায়
দ্বন্ধ আনে ম্লেচ্ছ সে-ই
বৃত্তি চতুর যুক্তি এদের
যুক্ত করে নরকেই ।।"
যে গ্রামে তিনি জন্মেছিলেন বা জন্মিবেন দরদী প্রাণের দীপক দোলনে নিজ সত্তার আকন্ঠ অনুবেদনা নিয়ে সেই গ্রামকে নমস্কার কর আনত অভিবাদনে ।।
শ্রীশ্রীঠাকুর
আদৰ্শ বিনায়ক, পৃ. ৩০২
শ্রীশ্রীঠাকুরের ঐশী নিৰ্দেশনানুযায়ী পরমপুরুষের তিরোধান ক্ষেত্রও পুণ্য তীৰ্থভূমির মৰ্যাদায় অম্বিত। সেই দৈবীসূত্রে দেওঘরও মহান তীৰ্থভূমি। সেই ভূমিকেও নমস্কার করি আনত অভিবাদনে। (বাণীটি সংগ্রহ করার পর হুবহু ছাপানো হবে)
পরমপুরুষের জাগতিক লীলাময় জীবনের বৃহত্তর সময়কে দুই ভাগে ভাগ করলে দেখা যায় তিনি ৫৮ বছর তাঁর জন্মস্থান হিমাইতপুরে এবং ২৩ বছর দেওঘরে অতিবাহিত করেছেন।
পুণ্য তীৰ্থভূমি দেওঘরে পরমপুরুষের ঐশী স্মৃতি বিজড়িত স্হান ও বাসগৃহ
নিচে পবিত্র গৃহ বড়াল বাংলো, দেওঘর, ভারত
১৯৫৪ সালের ১৩ই আগষ্ট পরমপুরুষ এই বাংলোয় প্রবেশ করেন ৷