চৈতন্য ভাগবত
রামকৃষ্ণ কথামৃত
" তখন ধৰ্মের ত্রাণ করিবার তরে
সত্বগুণে নারায়ণ অবনী ভিতরে
অবতার হবে পুনঃ দেব নারায়ণ
সাধুগণে কৰ্ম শিক্ষা করিতে তখন,
ব্রাক্ষ্মনের শিরমনি বিষ্ণুযশা নাম,
মহাজ্ঞানী সম্বলনগর মাঝে ধাম
কল্কিরুপে অবতার তথায় হইবে
অষ্টৈশ্চৰ্য্য গুণাম্বিত নিশ্চয় জানিবে।।"
যুগাবতার শ্রীচৈতন্যদেব তাঁর মাতা শচী রাণীকে উদ্দেশ্য করে বলেছেন-
"আরও দুই জন্ম এই সংকীৰ্ত্তনারম্ভে
হইব তোমার পুত্র আমি অবিলম্বে।। "
তিরোধানের পূৰ্ব মুহূৰ্তে যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণদেব ধরাধামে তাঁর পুনরাগমন সম্পৰ্কে দেবোক্তি করেছেন-
"ভয় কি রে! আমি আবার আসব। বায়ুকোনে আমার আরেকবার দেহ হবে। কলির শেষে কল্কি অবতার ব্রাক্ষ্মনের ছেলে।"
(রামকৃষ্ণ কথামৃত দ্রষ্টব্য।)
"আরেকবার আসতে হবে, তাই পাৰ্ষদদের সব জ্ঞান দিচ্ছি না৷ তোদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আমার কাছে আসবে কেন?"
(রামকৃষ্ণ কথামৃত দ্রষ্টব্য।)