Sree Sree Thakur Anukulchandra (1888 -1969)
যুগাবতার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র (১২৯৫-১৩৭৬ বাংলা)
**************
Add Headings and they will appear in your table of contents.
Sree Sree Thakur Anukulchandra (1888 -1969)
যুগাবতার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র (১২৯৫-১৩৭৬ বাংলা)
**************
Contact: newpath67@gmail.com
*** *** ***
পরমপুরুষের বাণী
তুই যদি তোর প্রেষ্ঠ নির্দেশ
চালায় বলায় না মানিস
ভর দুনিয়ায় তোকে ধরে
চলবে না কেউ ঠিক জানিস।।
অশ্রেয়কে শ্রেয় ব'লে
তা'তেই যা'রা লাগোয়া থাকে,
আনুগত্য, কৃতিচর্য্যা
ঐ পথেতেই চালায় তাকে৷
Translated
Those inclined to bad
Yet leveled as proper,
The path of subordination and practice
Behoove their indicator.
******************************************
বৈশিষ্ট্যকে করলে হত-
দেশের দশের জাতির ধূয়োয়,
জ্ঞানের আলো যায়ই নিভে
জীবন পড়ে মরণ কুয়োয়।
শ্রীশ্রীঠাকুর
Translated
Due to the pretense of misleading words of people-
when characteristics are lost the nation,
life falls into the ditch of death,
the light of knowledge gets none.
********************
ঘৃত মাখন যাই না ঢালিস্
হিংস্র অসৎ বিষ আগুনে,
বিনা জলে নিভবে না তা'-
এটা কিন্তু রাখিস মনে। শ্রীশ্রীঠাকুর
Translated
You try to quench the fire of violence
by applying the process of many,
remember that it cannot be quenched
without the way of harmony.
.আমি যে আদৰ্শের কথা তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা, অনুরাগ রেখো। অনুসরণ কর, তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ, সাবাড়ে নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়। শ্রীশ্রীঠাকুর দ্র: এই বাণী তাঁদের জন্যই রক্ষাকবচ, যাঁদের অনুসরণ নিৰ্ভুল।
Translated
Keep the faith and devoutness for the ideals that I have told you. Follow, none can destroy you, none can end you up in the world. Remark-This holy message can protect those, who follow it purely.
যে ভাব ও কৰ্ম মানুষকে কারণমুখী করে দেয় তা-ই আধ্যাত্মিকতা।
শ্রীশ্রীঠাকুর
Translated
Which thought and action make people inquisitive that is spirituality.
যদি স্বাৰ্থ চাও- তোমার স্বাৰ্থ যে, তার স্বাৰ্থ হয়ে দাঁড়াও, স্বাৰ্থান্ধ হয়ে তাকে উপেক্ষা করো না,
স্বাৰ্থপরতায় স্বাৰ্থকে বিসৰ্জ্জন দিও না, স্বাৰ্থ তোমার অনাবিল হয়ে উঠবে।
শাশ্বতী
Translated
If you want to gain, who is your gain, you become gain for him, don't ignore him for your selfishness, don't give up your interest in selfishness, the favor will become explicit for you.
বেত্তা পুরুষ মূৰ্ত্ত যিনি
ধরেন ধৃতি প্রীতি দিয়ে
আচাৰ্য্যত্বে উদ্ভাসিত
পুরুষোত্তম আসেন হয়ে৷ অনুশ্রুতি
Translated
The Supreme prudent of Godhead-
who appears to you in the incarnation,
he saves with lovingness-
he is Superman and practical (Acharya) in manifestation.
Sree Sree Thakur
Sree Sree Thakur Anukulchandra: The prophet,(physical approach of the Creator in flesh and blood)(Please see the definition of the Creator @Definition of the Creator and Creator's Existence ) Saviour of mankind and the Living ideal of the modern age proclaimed by Sree Chaitanaya Mahaprabhu, Sree Ramakrishna Paramhansa Dev and many other Divine Sages before and after his worldly arrival on the Earth and the founder of SATSANG (divine platform of total life & growth) popularly known as SreeSreeThakur, born (arrived) in a remote village called Himaitpur, District - Pabna,(situated on the north bank of the Padma river, East Bengal) presently Bangladesh on Friday morning @ 7:05 am. 30th Bhadra, Shukla-Tal Nabhami Tithi, 1295 Bengali Era, 14th of September 1888. His holiness S.S.Thakur, one of the most glorious and worshipful prominences of the present era, whose life and empyrean doctrines fully sacrificed for the total redemption of the human society at large. (*References to Truth )
Personal identity: S.S.Thakur's father Shivchandra Chakravorty was a scholar Brahmin and mother Monomohini Devi was devoted to Husband, Lord, and Guru (Agra Satsang).
Mother Monomohini Debi was a masterful woman through her performance towards everyone. Thakur had no alternative except his mother.
Belief without substitute: "God is one, religion is one(opinion can be many) and all prophets are the same servers of one."
The teachings of Satsang to respects all other beliefs. Satsang doesn't believe in conversion and doesn't try to change the culture of others.
Satsang: Making efforts worldwide through preaching Thakur's philanthropic doctrines of mankind to promote international amity and friendship for peace.
The Main Basis of Satsang: A) Education B) Agriculture C) Industry and D) Proper marriage.
Chief principles of Satsang in life and growth (Religion): A) Jajan যজন(to exalt self with actualizing ideal, what Bhakta understand at the period of initiation such as Holy word declaim and cogitation) B)Jaajan যাজন(to exalt others with the experience that what we perceive through the Jajan) C) Ishtavriti ইষ্টভৃতি(sacred oblation for prominent Ideal(Thakur) and neighborhood) D) Swasthayani (স্বস্ত্যয়নী)(to maintain the divine path for living life)ও E) Sadachar (সদাচার)(maintaining health and hygiene).
যুগাবতার শ্রীশ্রীঠাকুরের জ্যোতিৰ্ময় ঐশী জীবন-
The glorious life sketch of Purushottam-
Click on the link please- Divine life sketch ঐশী জীবন কাহিনী
যাজন-কথার খন্ডাংশ
Let us heed the clarion call of fulfiller the best of modern era Thakur Anukulchandra-
"জগতে তুমি প্লাবনের মত ঢলিয়া পড়, সেবা, উদ্যম, জীবন ও বৃদ্ধিকে লইয়া প্রতি ব্যষ্টি ও সমষ্টিতে ........"
জীবন-চৰ্য্যা সবার সেরা
ঈশ্বরই যার প্রধান পুরুষ,
সেই চৰ্য্যাইতো ধৰ্মচৰ্য্যা
বাঁচে বাড়ে সকল মানুষ।
Translated
The best thing to do is to serve life-
the Lord is the main,
that is a religious practice,
So life and growth everyone can attain.
********************
বাঁচা - বাড়া নিঝুম হল
পড়শী উছল হলো না,
তবুও কিরে বলতে চাস
তুই ধৰ্মে করিস বন্দনা ?
Translated
Life and growth are inanimate,
neighbors didn't get prosperity,
do you still want to say
that you do worship and piety?
যুগাবতার শ্রীশ্রীঠাকুর বলেছেন, "যেখানে বাঁচাবাড়া নেই সেখানে ধৰ্মের নামে পৈশাচ নৃত্য চলছে।"
ভক্ত শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দজী বললেন, "যে ধৰ্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন অথবা পিতৃহীন অনাথের মুখে এক টুকরা রুটি দিতে পারে না, আমি সে ধৰ্ম বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। যে ধৰ্ম গরীবের দুঃখ দূর করে না, তা কি আবার ধৰ্ম ? আমাদের কি আর ধৰ্ম ? .....সে ধৰ্ম, না পৈশাচ নৃত্য।"
আগে আধিভৌতিক কল্যান করুন। তারপর আধিদৈবিক ও আত্মিক কল্যানের পথে এগিয়ে চলুন। মৃতপ্রায় রোগীকে ICU তে নিয়ে সুস্থ করে না তুললে কাজের কথা বাদ দিন, সে তো কঠিন কিছু খেতেও পারবে না। সুস্থ হয়ে উঠার পর ভরণ-পোষণ, কৰ্ম ও সাধনা এবং দৈবিক কৰ্মকান্ড ইত্যাদি simultaneously এগিয়ে নিতে পারবে। তখন দেখবেন আপনার ভাই, বোন অন্যের দাসত্ব করছে না।
Translated
S.S. Thakur said, "Where there are no activities for a living, demonic dance is there in the name of religion."
The best devotee Swami Vivekanandaji said, "I do not believe in a religion or a God people don't stand up for a widow or can't give a piece of bread in the face of a fatherless orphan. I do not believe in that religion or that God. Is it a religion again? ..... That is a religion or the demonic dance! "
Do physical welfare first. Then proceed on the path of supernatural and spiritual welfare. If the dying patient is not taken to the ICU, he will not be able to eat anything difficult. After recovering, one will be able to carry out sustenance, karma and Sadhana and divine activities simultaneously. Then you will see that your brother and sister are not enslaving others.
মনুষ্যত্বের মূল বুনিয়াদ রক্ষায় অনুকূল-দৰ্শন:
শ্রীশ্রীঠাকুরের দৰ্শন রুঢ় বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। শব্দের Etymological meaning ধরে তিনি তাঁর প্রতিটি শব্দের ব্যবহার করেছেন।পরমপুরুষ তাঁর পাৰ্ষদ শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন সরকারের মাধ্যমে শব্দের ধাতুরুপ সম্বলিত অভিধান সংকলন করিয়েছিলেন৷ হাওয়ায় ঝুলানো কোন মনগড়া ভাবনা রাশির উপর নিৰ্ভর করতে বারণ করেছেন বারবার। তাঁর প্রণীত অপ্রকাশিত পান্ডুলিপি সহ শতাধিক গ্রন্থরাজি নিয়ে অনুকূল-সাহিত্য বিশ্ববাসীকে শান্তির হাতছানি দিয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছে। কোটি কোটি মানুষ আজ তাঁর দৰ্শনের ছায়াতলে শান্তির আশ্রয়প্রাৰ্থী। অনুকূল-সাহিত্য আজ বিশ্ববাসীর দুৰ্দিনে অশ্রুতপূৰ্ব ঐশী সমাধান।
Translated
Anukul-Philosophy in Preserving the Basics of Humanity:
Sri Sri Thakur's philosophy is based on the harsh reality. He used each of his words based on the etymological meaning of the word. He compiled a dictionary through his devotee Shri Panchanan Sarkar, containing the root form of words.
Repeatedly forbade to rely on any imaginary thought hanging in the air. With over a hundred books, including his unpublished manuscript, Anukul-literature is appealing to the world with the assurance of peace. Millions of people today seek refuge in the shadow(spirit) of his philosophy. Anukul-literature is an unheard of a divine solution to the misery of the world today.
বিশ্বের সকল জাতি ও সম্প্রদায় নিজ নিজ ধৰ্ম মতে ও সংস্কৃতিতে অটুট বিশ্বাসী হয়ে কিভাবে নিজে ও অপরকে সাৰ্বিকভাবে বাঁচতে ও বাঁচাতে পারে এবং জীবনের সঙ্গে জড়িত সমস্ত বিষয়কে কিভাবে manipulate করে সামনে প্রগতির দিকে এগিয়ে যাওয়া যায় এবং মানব জীবনের চূড়ান্ত গন্ত্যবের পথে যাওয়া যায় তথা উৎসমুখী কিভাবে হওয়া যায়, এসব কিছুর ব্যাখ্যা নিয়ে অনুকূল দৰ্শন বিশ্ব সমাজের সামনে দেদিপ্যমান।
Translated
How can all the nations and communities of the world live and save themselves and others as a whole by believing in their own religions and cultures and how to move forward by manipulating everything related to life and how to move towards the ultimate destination of human life, and how to get to the base of life, the explanation of all these things of Anukul-Literature is bright in the eyes of the world community.
Please click on the link Philosophy of S.S Thakur
* বিশ্বশান্তি কিভাবে সম্ভব ? *
প্রথম প্রশ্ন, মানুষ বাঁচতে চায় কিনা ? এর উত্তর যদি 'হাঁ ' হয়, তাহলে বিশ্বশান্তি সম্ভব।
কিভাবে সম্ভব - আমরা জানি ও বুঝি, মানুষ একা বাঁচতে পারে না। তাই নিজে বাঁচতে হলে অন্যকেও বাঁচাতে হবে, এই সূত্র ভুলে গেলে চলবে না। জীবনের সূত্র বিজ্ঞানের সূত্রের চাইতে কোন অংশে খাট বা লঘু নয়। রসায়নের সূত্র না জেনে এসিড নিয়ে খেলা খেললে যেমন বিপদ অবশ্যম্ভাবী, তেমনি জীবন সূত্রও জানতে হয়, মানতে হয়, অন্যথায় মহাবিপদ।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সবচাইতে বেশী বলেছেন জীবনের কথা। কারণ জীবনকে সবাই ভালোবাসে। তাই জীবন ও জীবনের স্বাভাবিক পরিণতিকে নিয়েই তাঁর দৰ্শনের ভিত্তি রচিত। যুগের দাবীও তাই।
Translated
How is world peace possible?
The first question is, do people want to live? If the answer is 'yes', then world peace is possible.
How is it possible - we know and understand that people cannot live alone. So if you want to save yourself, you have to save others too, this formula should not be forgotten. The law of life is no less than the law of science. Just as the danger is inevitable if you play with acids without knowing the formula of chemistry, you also have to know and accept the formula of life, otherwise, it is a great danger.
Sri Sri Thakur Anukul Chandra has spoken most about life. Because everyone loves life. Therefore, his philosophy is based on the life and the normal impact of life. The demand of the age is also the same.
সৎসঙ্গ ও সৎসঙ্গীর প্রকৃত অৰ্থ
* Etymological meaning or
root meaning of 'Satsang' or "সৎসঙ্গ"
শ্রীশ্রীঠাকুরের ভাষায় -
Word origin or History of - সৎ, a. 'সৎ' বা (sat) সৎ- এসেছে 'অস্ ' ধাতু থেকে। অস্ - বাঁচা, থাকা, বৰ্দ্ধন।
অৰ্থাৎ যে যে আচরণ করলে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া তথা জীবন-বৃদ্ধি অক্ষুন্ন থাকে তাহাই 'সৎ'।
" সৎ এ সংযুক্তির সহিত তৎ-গতি সম্পন্ন যারা তারাই ' সৎসঙ্গী '। আর তাদের মিলন ক্ষেত্রই হল 'সৎসঙ্গ "।
"আমি সৎসঙ্গী মানে I am the companion of everyone's life and growth" (আমি প্রতি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী)।
এই হল সৎসঙ্গ সম্পৰ্কে ঠাকুরের ব্যাখ্যা।
শব্দের অৰ্থ যদি মানুষ না বুঝে সে কাজ করবে কিভাবে, তখন মানুষ গৃহে ফিরে যাওয়ার সময় ভুলে হাসপাতালে চলে যাবে অথবা পাগলের মত ঘুরতে থাকবে। যা বৰ্তমানে ঘুরছেও অনেকে। জীবনের গতি ঠিক থাকবে না।
Translated
* Etymological meaning or
root meaning of 'Satsang' or "সৎসঙ্গ"
Exactly the description of Sri Sri Thakur -
Word origin or History of - 'SAT' a. 'Sat' or 'Sath' comes from the root word 'Ash'. Ash means - to live, to stay, to grow.
The one who behaves in such a way that survival and growth, as well as life-growth are intact is 'SAT.'
"Satsangees" are those who are able to move with the attachment of 'Sat'. And their meeting place is 'SATSANG.'
"I am Satsangee mean "I am the companion of everyone's life and growth."
This is Thakur's explanation about Satsang.
If people don't understand the meaning of the word, how will it work, then people will forget to go to the hospital when they go back home, or they will go around like crazy. Which is currently revolving around many. Then the speed of life will be lost.
ঠাকুরের দৰ্শন কাজ করছে কি, না করলে তা কেন কাজ করছে না?
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ব্যক্তি থেকে রাষ্ট্র এবং বিশ্ব উন্নয়ন উপযোগী যে সব যুগান্তকারী সমাধান দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করতে হলে প্রকল্প মাফিক শুরু করতে হবে, বিষয়গুলো প্রচুর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জানতে হবে, তারপর গবেষণা করতে হবে। এরপর মাঠে ফসল ফলানোর মত জন জীবনে তা প্রয়োগ করতে হবে, এই দৰ্শনানুগ চলন থেকে জাত ফসল ঘরে না আসা পৰ্যন্ত তার (প্রকল্পের) অবশ্যই পরিচৰ্যা করতে হবে এবং এই প্রক্রিয়া চলমান রাখার জন্য নিষ্ঠা ও সুদক্ষতার সাথে maintenance প্রক্রিয়া চলমান রাখতে হবে। এই উন্নয়ন প্রক্রিয়ার উদ্ গাতা যিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা ও অনুরাগ থাকা চাই। অন্যথায় তা বিশ্বাসঘাতকতার সামিল হবে।
Translated
Is Thakur's philosophy working, if not, why is it not working?
In order to implement all the unprecedented solutions that Sri Sri Thakur Anukul Chandra has given to the state and world development, one has to start according to the project, one has to know the issues with a lot of learning, then one has to do research. Then it has to be applied in the life of the people like growing crops in the field, the crop grown from this philosophical practice must be taken care of till it comes home and the maintenance process must be carried out with dedication and efficiency to keep this process going. Who initiated this development process, we need to have gratitude and affection for him. Otherwise, it would be similar to betrayal.
উক্ত নিয়মে সফলতা লাভ হবে বলে আমি গ্যারান্টি দিতে পারি।
আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই, অবতার পুরুষ যখন পৃথিবীতে আসেন তখন তিনি সবাইকে আহ্বান জানান তাঁর কায়দা (system) গ্রহণ করতে, কারণ তাতে কল্যাণ নিহিত আছে। তাই এখানে সবাই অংশ গ্রহণ করতে পারেন। আর এই অংশ গ্রহণের মাধ্যমে অবিকৃত বাণীগুলো বের করে সেগুলোর উপর গবেষণা করে ফলিত রুপ দিতে হবে। বাংলা ভাষায় বলা ঠাকুরের বাণীগুলো নাকি দূৰ্বোধ্য। শ্রীশ্রীঠাকুরের সমসাময়িককালে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর কাছে গিয়েছিলেন এবং তাঁরা বুঝতে পেরেছিলেন তিনি কে ? কিন্তু প্রদীপের কোলে আঁধার হেতু তাঁর পারিপাৰ্শ্বিক তাঁকে বুঝে নাই।
Translated
I can assurance of success in those formulas.
One more thing I would like to mention very seriously, when the incarnate man (Yugavatar) came to earth, he called on everyone to adopt his system, because there is welfare in it. So everyone here can take part. And by taking this part, it is necessary to find out the unaltered words and research them and give them a practical form. Some people say Thakur's words spoken in Bengali are incomprehensible. In the time of Sri Sri Thakur, people from different parts of the world came to him and they understood who he was. But because of the darkness in Pradeep's lap, his surroundings did not understand him.
** উক্ত কাজগুলো করা এবং তাঁর উদ্দেশ্যে প্রাৰ্থনার জন্য যে সব মন্দির নিৰ্মান হচ্ছে সেখানে গবেষণা সেল খুলেও করা যায় অথবা বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিভাগ করেও করা যায় অথবা ধনাঢ্য ব্যক্তি নিজ উদ্যোগে স্ব-গৃহে গবেষণা করেও করতে পারেন।
**** কিন্তু পরিতাপের বিষয়, ঠাকুরের উদ্দেশ্যে নিৰ্মিত অধিকাংশ প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছাচারী, দৰ্শন সম্পৰ্কে অজ্ঞ, অহংকারী ও বিকৃতকারী লোকদের দখলে। ফলে পরম পুরুষের দেয়া জীবন-বৃদ্ধি রক্ষা পাওয়ার সুফল থেকে বঞ্চিত বুভুক্ষু, মৃতপ্রায়, আৰ্ত ও পীড়িত জনগোষ্ঠী; যাঁরা কোন পক্ষ বুঝে না। এরা শুধু দু' মুঠো খেয়ে পড়ে বাঁচতে চাই।
সংশোধনী- তবে ইদানীং কিছু লোক ভালো কাজ করছে।
Translated
The work can be done by opening research cells in the temples that are being built for the purpose of praying for him, or by doing research in the university, or by doing research in one's own home on one's own initiative.
But regrettably, most of the institutions created for the purpose of Thakur are occupied by ignorant, arrogant and perverted people. As a result, the hungry, the dying, the afflicted, and the afflicted are deprived of the benefits of saving the life-growth given by the Absolute Man. Those who do not understand any side. They just want to survive by eating just a little handful.
Correction- But nowadays some people are doing well.
জীবনের যাবতীয় বিষয় বেঁচে থাকার সঙ্গে জড়িত। যথাৰ্থভাবে বেঁচে থাকা আজ কঠিন ব্যাপার। আঠার মাসে বছর সেই দিন আর ফিরে আসবে না। তাই স্বাভাবিক ভাবে বেঁচে থাকার প্রশ্নে শ্রীশ্রীঠাকুরের দৰ্শনে সমস্ত বিষয় অন্তৰ্ভূক্ত হয়েছে। এই দৰ্শনকে পুঁথিবদ্ধ করতে সৃষ্টি হয়েছে অনুকূল-সাহিত্য। অনুকূল-সাহিত্য পাঠ করলে বুঝা যায় তাঁর বাণী থেকে কত দূরে আছি সবাই।
Translated
All aspects of life are involved in survival. It is difficult to survive properly today. Eighteen months in a year will not come back that day. Therefore, in the question of survival in a normal way, all matters have been included in the philosophy of Sri Sri Thakur.
Anukul-Sahitya has been created to book this philosophy.
If you read Anukul-literature, you will understand how far everyone is from his words.
ধৰ্ম্ম (ধৰ্ম) সম্পৰ্কে তাঁর অকাট্য যুক্তি সংগত ব্যাখ্যা
ধৰ্ম মানে শুধু মঠ, মন্দির, গীৰ্জা বা পেগোডা নয়।
ধৰ্ম মানে শুধু উপাসনা, prayer বা আরতি নয়।
ধৰ্ম মানে শুধু মন্ত্র উচ্চারণ, ফুল-তুলসী, বিল্বপত্র নয়।
ধৰ্ম মানে শুধু নিৰ্দিষ্ট পুস্তকাবলী ও তা পাঠ করা শুধু নয়।
Note: উল্লেখিত জিনিস গুলো যে প্রয়োজন হীন তা মোটেই নয়, বরং উল্লেখিত জিনিস বা বিষয়ের মৰ্ম অনুধাবন করা এবং তার অৰ্থ যে বাঁচা বাড়া, তা যেন আমরা বুঝতে পারি। যেমন আমরা পূজা করি, সেখানে প্রচুর টাকা খরচ করে আলোক সজ্জা করি এবং বিরাট অংকের টাকার বিনিময়ে বেমানান গানের জলসা করি । প্রতিমা নিৰ্মানে ও বাহ্যিক চাকচিক্যে ব্যয়বাহুল্য বজায় রাখি, আরও অপ্রাসংগিক অনেক কিছু করা হয় । এসবের কোনটিই পূজার সাৰ্থকতার সঙ্গে জড়িত নয়। কারণ পূজা মানে- জীবন বৃদ্ধি। পূজা শব্দের অৰ্থ জীবন বৰ্দ্ধনা।
পূজা শব্দটি এসেছে 'পূজ' ধাতু থেকে যার অৰ্থ - বৰ্দ্ধনা। মানুষ লেখা পড়া শিখে শব্দের অৰ্থ ব্যৰ্থ করে দিতে নয়।
পরীক্ষা দিতে যাওয়ার সময় কেউ কি বিদ্যালয়ে না গিয়ে সিনেমা হলে যায় ? ঠিক সেরকম আর কি।
দেখতেই তো পাচ্ছেন, মানুষ বাঁচার জন্য ডিম্বানু বিক্রি করছে, কেউ অঙ্গ বিক্রি করছে, আর কেউ নীচে নেমে যাচ্ছে। এক মা রক্ত বিক্রি করে সন্তানের জন্য খাবার কিনে এনেছে।
Translated
His undeniable logics about religion (dharma)
Religion is not just about monasteries, temples, churches or pagodas.
Religion is not just about worship, prayer or arati.
Religion is not just about chanting mantras, flowers, basil(Tulshi) leaves.
Religion is not just about reading certain books.
Note: It is not that the things mentioned are not necessary at all, but that we should understand the meaning of the things mentioned and the meaning of survival. As we worship, we spend a lot of money there to decorate the lights and in exchange for a huge amount of money to play a variety of songs. While maintaining the cost of Murti-making and external glitter, many more irrelevant things are done. None of this is related to the significance of worship. Because worship means - the outgrowth of life. The word puja means life enhancement.
The word puja comes from the base word 'Puj' which means growth. People learn to read and write, not to lose the meaning of words.
Does anyone go to the cinema hall without going to school while taking exams? What else is like that?
You see, people are selling eggs-cell to survive, some are selling organs, and some are going down. One mother sold the blood and bought food for her child.
শ্রীশ্রীঠাকুরের বাঁচা বাড়ার সূত্রের সঙ্গে রাজনীতি, অৰ্থনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, Hygiene, Eugenics, Education, Meditation, নাম-ধ্যান, পরিবেশ ও প্রকৃতি সহ যাবতীয় বিষয় জড়িত। তাই তাঁর দৰ্শন যুগের চাহিদার পরিপূরক বলে এত সমাদৃত।
শ্রীশ্রীঠাকুর তাঁর প্রজ্ঞাপ্রসাধিত ছড়া বাণীতে বললেন-
যে আচরণ, বাক্য, কৰ্ম
বাঁচা বাড়ার উৎস হয়-
তাকেই জানিস ধৰ্ম বলে
নইলে ধৰ্ম কিছুই নয়।।
Translated
Sri Sri Thakur has said in his embellished wise message-
Politics, economics, agricultural policy, industrial policy, hygiene, eugenics, education, meditation, NAM-meditation, environment and nature are related to the dictation of outgrowth of S.S.Thakur. Because of this, his philosophy is much appreciated as fulfilling the needs of the age.
Which behavior, speech, action
are the source of being and becoming,
know that is called religion-
otherwise, religion is nothing.
পরমপুরুষ তাঁর অনবদ্য ছড়ার সুরে আরও বললেন-
অন্যে বাঁচায় নিজে থাকে
ধৰ্ম বলে জানিস তাকে।।
বাঁচা-বাড়ার মৰ্ম্ম যা
ঠিকই জেনো ধৰ্ম তা।।
লোকদের বাঁচার দাবীটি উদাহরণযোগ্য- শিক্ষক লাগলে তাঁদের বেতন ভাতা লাগবে। অনশনরত শিক্ষকরা বলছেন- অভূক্ত শিক্ষক দিয়ে মান সম্পন্ন পাঠ দান অসম্ভব। শিক্ষার পদ্ধতি, বিষয়, curriculum, সময় ইত্যাদি নিয়ে কোন হৈচৈ নেই।শুধুমাত্র বেঁচে থাকার প্রশ্ন প্রথম এসে দাঁড়িয়েছে। আগে বাঁচাও, পরে অন্য সব। যে কোন কিছুর জন্য প্রথম বাঁচতে হবে, এমনকি ব্রহ্ম সাধনার জন্যেও। নিরপরাধ ও ভালো লোক বাঁচার জন্যে আরও মহৎ একটি কারণ রয়েছে।
Translated
Purushottam further said in the accent of his unblemished rhyme-
Who survives himself by saving others-
You know, religion is there.
The essence of outgrowth is Religion.
The demand for the survival of the people is exemplary-- If teachers needed, they will need a wage, allowance. Teachers on hunger strike say- it is impossible to give quality lessons with starving teachers. There is no outcry about the method of teaching, subject, curriculum, time, etc. Only the question of survival comes first. Save first, then everything else. One has to live first for anything, even for Brahma Sadhana. There is a greater reason for righteous and good people to live.
সঠিক বাঁচা বাড়া
সঠিক বাঁচা বাড়া সহজ কথা নয়, বিশ্বে কিছু দেশ ঠাকুরের বাণীর আগে আগে চলছে কতিপয় ক্ষেত্রে। আর কিছু দেশ(জনগোষ্ঠী) কতিপয় ক্ষেত্রে তাঁর বাণীর বহু পিছনে রয়ে গেছে এখনও। এই বাঁচা বাড়ার সমাধান করতেই অনেকেই জীবন সংগ্রামে পরাজিত, কেউ হাঁপিয়ে যাচ্ছে বা কেউ হারিয়ে যাচ্ছে। তাই এর এত গুরূত্ব।
বুঝলাম বাঁচা বাড়ায় ধৰ্ম, তারপর কি? হ্যাঁ, তারপর আরও কিছু আছে। তারপর আমরা জানি, কৰ্মের শেষে মানুষ গৃহে ফিরে যায়। কিন্তু জীবনের শেষে মানুষ কোথায় যাবে? এই প্রশ্নেরও সমাধান দিয়েছেন পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। আর মানুষ ও জীবের এই আসা যাওয়ার পেছনে রহস্য কি, তারও উত্তর তিনি দিয়েছেন।
সঠিক বাঁচা বাড়ার শুরুটা কিভাবে করতে হবে ? তার পূৰ্বে একটি শক্তিশালী হিন্দি বচন স্মরণ করা যায় - " হাম শুধরেঙ্গে যুগ শুধরেগা, হাম বদলেঙ্গে যুগ বদলেগা।" আগে নিজেকে প্রস্তুত করতে হবে।
Correct Living
The right way of growing is not easy, some countries (peoples) in the world are going ahead of Thakur's message in some cases. And some countries are still far behind his words in some cases. Many are defeated in the struggle for life, some are suffocating or some are lost just to solve this survival. That's why it's so urgent.
I understand that religion means 'being and becoming.' Then what? Yes, then there is more. Then we know, people go home at the end of the day. But where will people go at the end of life? This question is also solved by the most loving Sri Sri Thakur Anukul Chandra. And he also answered the mystery behind the coming and going of human beings and animals.
How to start the right survival? Before that a powerful Hindi saying can be remembered - "Hum sudharenge yug sudharega, hum badalenge yug badalega." We have to prepare ourselves first.
ক্ষুধার জ্বালা ও সমাজের উপহাস
একটি জেলায় দেখেছি সেখানে তেঁতুল বীজের সাইজ একটা হিন্দু ফাউণ্ডেশন আছে । সেখান থেকে দরিদ্র ও মেধাবী হিন্দু ছাত্র/ছাত্রীদের বছরে ৬০০ (ছয় শত)টাকা বা $ 8 (eight) dollar বৃত্তি দেয়া হতো। এখন হয়তো দুই একশত টাকা বেড়েছে, কিন্তু উক্ত জেলায় এবং পাৰ্শ্ববৰ্তী জেলায় হত দরিদ্রের সংখ্যা লক্ষ- লক্ষ। আশ্রম বা মন্দিরে মেয়ের বিবাহে সাহায্য দেয় চার/ পাঁচশত টাকা অথবা ধরে নিলাম হাজার টাকা। অথচ ধৰ্মীয় শোভাযাত্রা করে হাতি দিয়ে। নিজের মেয়ে বিবাহ দেয় ২০/৩০ লক্ষাধিক টাকা খরচ করে। এক, দুই হাজার মানুষের মধ্যে নেতা হওয়ার কি তীব্র উন্মাদনা, অথচ সঠিক ধৰ্মাচরণের ক্ষেত্রে পাথরের মত শক্ত। একজন, দুইজন হয়তো স্কুল -কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং বড় বড় দান,ধৰ্ম করেন। তাঁদের অবদান শীরোধাৰ্য, কোন সন্দেহ নাই। তাঁদের প্রচেষ্ঠায় কয়েকটি গ্রাম হয়ত উপকৃত হয়। কিন্তু বাকীদের কি উপায় হবে? এই উপায়ের কথা বেদ, পুরাণ, গীতা সহ সকল ধৰ্ম গ্রন্হে বলা আছে। যেমন, পবিত্র বেদে পঞ্চ মহাযজ্ঞের কথা বৰ্ণিত হয়েছে। ঋষি-যজ্ঞ, দেব-যজ্ঞ, নৃ-যজ্ঞ, পিতৃ যজ্ঞ ও ভূত-যজ্ঞ মানুষের নিত্য পালনীয় বিধান, কিন্তু সমাজের একটি বিশাল অংশ এর ধারে কাছেও নেই। উন্নত দেশে Free Food Center গুলো প্রায় প্রতিদিন খোলা থাকে। ক্ষুধার তাড়নায় আত্মহত্যা, ধৰ্মান্তরিত হওয়া, দূৰ্বিসহ জীবন যাপন ইত্যাদি কে না জানে ?
Translated
Irritation of hunger and mock of society
In a district, I saw there is a Hindu foundation the size of a tamarind seed. From there, poor and meritorious Hindu students were given a scholarship of 600 (six hundred) Taka or $ 8 (eight) dollars a year. Now maybe two hundred Taka has increased. But in that district and the adjoining districts, the number of the poor was in the millions. People give Four/five hundred taka or a thousand taka for the marriage of a girl in an ashram or temple. But the religious procession held with the elephant. They spend 20/30 lakhs on their own daughter's marriage ceremony. What hyper insanity to be a leader among one, two thousand people, but hard as a stone when it comes to righteousness. One, two may have for their own established schools-colleges and made big donations, religions. Their contribution is unique, no doubt. A few villages may have benefited from their endeavor. But what will be the way of the rest? This method is mentioned in all the scriptures including Vedas, Puranas, Gita. For example, the Pancha Mahayagna is mentioned in the Holy Veda. Rishi- Yagna, Deva-Yagna, Nri- Yagna Pitri Yagna, and Bhoot- Yagna are the daily observances of human beings, but a large section of the society is not even close to it. In developed countries, Free Food Centers are open almost every day. Who doesn't know about suicide, conversion, living in poverty, etc. due to hunger?
ছোট ধারণা
অভাব সমাজের একটি স্বাভাবিক সংকট। সমাজবদ্ধ জনসমষ্টি সমাজের কোথায় ঘাটতি, কেন ঘাটতি, কি করণীয়, কখন করণীয়, কেন করণীয়, কিভাবে করণীয়, না করলে কি ঘটতে পারে ইত্যাদি বিষয় সম্পৰ্কে সম্যকভাবে সবসময় অবগত নাও থাকতে পারে বা থাকতেও পারে।
এত বিশাল সমস্যার সমাধান করতে বিশাল মাপের মানুষ প্রয়োজন। পরিকল্পনা আসে হেড অফিস থেকে, আর তা পালন করে কৰ্মীরা। মনে করুন কেউ এক হাজার মানুষকে নিমন্ত্রণ করল। পাচক দুইশত লোকের জন্য রান্না করে বসে রইল এবং পাচক বললেন, তিনি হাজার লোকের Estimate বুঝেন না। এই ধরণের পাচক দিয়ে হাজার মানুষকে খাওয়ানা সম্ভব নয়। যাঁরা পারেন না, আমরা তাঁদের দায়ী করব না। তবে যাঁরা পারেন, তাঁদের এগিয়ে আসার পথ বাধা মু্ক্ত করা এবং সহযোগিতা করা জরুরী।
মানুষ জানতে চান, এইভাবে লক্ষ লোকের জন্য খাবার আসবে কোথা থেকে? উত্তর- এই খাবার আসবে ..........। কোথা থেকে আসবে, তা বললাম না। এই কারণেই বললাম না, কারণ শুরুতেই আপনি/আপনারা 'না' বলে দেবেন। উত্তর নিজেই দিতে পারবেন যদি শুরু করেন। প্রথমে ছোট অংশের জন্য শুরু করতে হবে। নিরংকুশ সততা বজায় রাখতে হবে। অক্লান্ত পরিশ্রম করতে হবে। ধাপে ধাপে পরস্থিতি এমন হবে বেতন দিয়ে লোক রাখার যোগ্যতা অৰ্জিত হবে।
Translated
Small Concept
Poverty is a natural extremity in society. The socialized population may or may not always be fully aware of the issues of where the society is deficient, why deficit, what to do, when to do, why to do, how to do, what can happen if not done.
Great people are needed to solve such a huge problem. The plan comes from the head office, and the staff follows it. Suppose someone invited a thousand people. The cook made food for two hundred people and sat down doing nothing, the cook said, he did not understand the Estimate of a thousand people. It is not possible to feed thousands of people with this type of cook. We will not blame those who cannot. However, for those who can, it is important to clear the way forward and cooperate.
People want to know, where will the food for millions of people come from? Answer- These foods will come .......... . I did not say where it would come from. I did not say this because you will say 'NO' at the beginning. You can give the answer yourself if you start. First, you have to start with the small part. Utmost honesty must be obeyed. You have to work tirelessly. Gradually the condition will be such that the ability to keep people with salary will be acquired.
সৎসঙ্গের সুবিধা
সৎসঙ্গ মহামঙ্গল প্রদায়ী এই কৰ্মযজ্ঞ অতি সহজে শুরু করতে পারে। এরফলে মানুষের সম্পদ কমবে না, বরং বাড়বে। একটি আশ্রমে ৫০০ লোক সাপ্তাহিক অধিবেশনে যদি উপস্থিত হন, তাহলে প্রত্যেকে ভাতৃভোজ্য হিসাবে মাসে ১০০০ (জন প্রতি দু'টি করে) ভোজ্য ছোট ব্যাগে ভরে তাকে সাজিয়ে রাখতে পারেন। প্রত্যেকে দু'টির ক্ষেত্রে চারটি এবং সামৰ্থ্য থাকলে দশটি আনলেও বাধা কোথায়। এরপর এর পরিধি বাড়ানো যাবে। যেসব পরিবার একান্ত অসচ্ছল (গুরুভাই প্রথম) প্রথমে তাঁরাই অগ্রাধিকার পাবেন। যদি দেখা যায় বাইরের লোক আসছে এবং এর সংখ্যা মাসে চার হাজার জনে উন্নীত হচ্ছে, তখন সংগ্রহের পরিধিও বাড়াতে হবে। চিন্তা উদ্ভাবনের প্রথম ধাপ। মানুষ পথ খুঁজে বের করতে পারে। অধিকাংশ চাৰ্চ এখানে (আমেরিকায়) চাৰ্চমুখী লোক এবং নিকট প্রতিবেশীদের দিয়ে থাকে। অন্যরা তাদের নিকটস্থ চাৰ্চে যাবে। সেখানে না পেলে সরকারী কাৰ্যক্রমে আবেদন করবে অথবা ফুডব্যাংকে যাবে। এগুলোর মাধ্যমে পেটের জ্বালা নিবারণ করা যায়। স্থায়ী ব্যবস্থা আছে। বিলিয়ন ডলারের খাদ্য বিতরণ করে যুক্তরাষ্ট্রের মানুষ। বিলিয়ন ডলার ব্যয় হয়, কারণ এটা কন্টিনেন্টাল কান্ট্রি। ৫০ টি ষ্টেট নিয়ে হিসাব। একটি রাজ্য আছে যা বাংলাদেশের তিন গুণ সাইজ। যেমন- ক্যালিফোৰ্ণিয়া। আমার মত আপনার মত রক্ত-মাংসের মানুষ এই খাদ্য দান করে। এবার বুঝে দেখুন এদেশের মানুষের গোপন Spirit কোথায়। শুরু করলে অনেক কিছু হয়ে যায়। চলুন শুরু করি আমরা এবং সবাই নিজেদের পরিবৰ্তন করি। একটি আশ্রম ২০ মাইল এলাকাজুড়ে সাহায্য করতে পারবে না। যতগুলো মন্দির বা মিশন আছে সবাই অংশগ্রহণ করতে হবে। পেতে চাইলে করা ছাড়া উপায় নেই। পঞ্চ মহাযজ্ঞের কথা হাজার হাজার বছর পূৰ্বে বেদে বলা হয়েছে।
Translated
The opportunities of Satsang
Satsang can easily start this great blissful Karma Yagna. As a result, human wealth will not decrease but will increase. If 500 devotees attend a weekly session in an ashram, you can pack 1000 (two per person) packets of 'Bhatribhujya' and arrange them on the shelf. Four for each instead of the two or bring ten if you can afford it, where is the obstacle? Then its scope can be increased. Preference will be given to the families who are very poor (Guru Bhai, Ashramgoers) first. If it is seen that outsiders are coming and its number is increased to four thousand people per month, then the aim of the collection should also be increased. The thought is the first step in inventing. People can find their way. Most churches here (in America) give help churchgoers and close neighbors first. Others will go to their nearest church. If not, then they need to apply for the government program or need to go to the Food Bank. These can be used to prevent stomach irritation. There are permanent arrangements. The people of the United States distribute billions of dollars in food. They spent billions of dollars on food because it is a continental country. Calculations of 50 states. There is a state which is three times the size of Bangladesh, like California. People with blood and flesh like you and me donate these foods. Now understand where the secret spirit of the people of this country is. A lot happens when you start. Let's get started and we all change ourselves. An Ashram cannot help over a radius of 20 miles. All the Temples or Missions have to participate. If you want to get, there is no way but to do. The five great services have been mentioned in the Vedas thousands of years ago.
কি কি প্রয়োজন?
শুধু যান ও যন্ত্র-কৌশল ব্যবহৃত হয় মিলিয়ন ডলার মূল্যের। যেমন- forklift, ট্রাক, প্যাকেজিং সিষ্টেম। এসব দায়িত্ব মানুষ বসে আলোচনা করে বের করে নিয়েছে। কোন এঞ্জেল আকাশ থেকে এসে করে দেয়নি। এটা খাদ্যের খাত নিয়ে বলা হচ্ছে। চিকিৎসা নিয়ে নয়। মানুষ বাঁচতে হলে করতে হবে। সেদিন একজন বলল, আমাদের দেশ আমেরিক নয়। তাকে বললাম, মানুষগুলো তো Same এবং ক্ষুধা, অভাবও অন্য দশ human'র মত। আনন্দ, দুঃখ, অভাব, বেদনার ভাষা সব মানুষের সমান।যদিও এগুলো একদিনে হয়নি, কিন্তু যেভাবে দ্রুততার সাথে হয়েছে, সেই গতি লাভ করতে অন্যদের শত শত বছর লেগে যেতে পারে।
Translated
What are the requirements?
Millions of dollars worth of Vehicles and devices are used. Such as- forklifts, trucks, and packaging systems. People have taken out these responsibilities through unity and discussion. No angel came from heaven to fulfill. This is being said about the food sector. Not with medical treatment. If people want to survive, doing is the only option. Someone said that day, our country is not America. I told him, people are the same and hunger, demand is like the other ten humans. The language of joy, sorrow, deprivation, pain is the same for all human beings. Although this effort did not happen overnight, it could take hundreds of years for others to gain momentum the way it did.
ব্রহ্ম উপাসনা মানেও জীবন-বৃদ্ধির উপাসনা
ব্রহ্ম শব্দের অৰ্থ বৃদ্ধি বা বৰ্ধন। ব্রহ্ম শব্দটি এসেছে ' বৃণহ্ ' ধাতু থেকে। বৃণহ্ ধাতুর অৰ্থ বৃদ্ধি পাওয়া।
নারায়ণের উপাসনা মানেও জীবন-বৃদ্ধির উপাসনা।
নারায়ণ কথাটির অৰ্থ -
বৃদ্ধির পথ । ' নার ' + ' অয়ণ ' = নারায়ণ।
' নার ' মানে বৃদ্ধি ' অয়ণ ' মানে পথ। বৃদ্ধির পথে চলা মানেই নারায়ণের পথে চলা। বা নারায়ণের সেবক হওয়া।
Translated
Worship of Brahma also means worship of Life and Growth
The word 'Brahma' means 'Outgrowth' or 'Augmentation.' The word 'Brahma' comes from the root word 'Brenaha.' The meaning of 'Brenaha' is Growth.
Worship of "NARAYAN" also means worship of Life and Growth.
NARAYAN means -
The path of Growth. 'Nar' + 'Ayan' = Narayan.
'Nar' means, 'Outgrowth' and 'Ayon' means 'Path.' To follow the path of growth means to follow the path of Narayan or being a servant of Narayan.
মহেশ্বরের উপাসনা মানেও জীবন-বৃদ্ধির উপাসনা
মহেশ্বর যদিও ধ্বংস বা প্রলয়ের প্রতীক, কিন্ত সৃষ্টি বিনা তো ধ্বংস নাই। তাই আশ্চৰ্যজনকভাবে মহেশ্বর শব্দের অৰ্থও বৃদ্ধি পাওয়া বুঝায়। মহেশ্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দেখা যায় - মহা + ঈশ্বর= মহেশ্বর।
মহা শব্দের অৰ্থ শ্রেষ্ঠ। ঈশ্বর(Spirit) শব্দের অৰ্থ সৃষ্টির অধিপতি।
ঈশ্ ধাতুর অৰ্থ তাই। ঈশ্ ধাতুর সাথে বরচ্ প্রত্যয় যুক্ত হয়ে ঈশ্বর শব্দটি নিস্পন্ন হয়েছে। অতএব শব্দগতভাবে মহেশ্বর মানে সৃষ্টির মহা অধিপতি। তিনি স্রষ্টা এবং পালন কৰ্তা। আর সৃষ্টি মানে বৃদ্ধি। সৃষ্টি হলেই তো বেড়ে যায় সংখ্যা। আর সৃষ্ট জিনিষ গাছ- পালা, পশু-পক্ষী, মানুষ, গরু, ঘোড়া ইত্যাদি সবই তো সৃষ্টির পর বেড়ে উঠে। তাই মহেশ্বরের উপাসনা মানে জীবন বৃদ্ধি বা বাঁচা-বাড়ার উপাসনা। সৃষ্টি এবং বৃদ্ধি আগে, তারপর হয় ধ্বংস বা ক্ষয়। সৃষ্টি হয়ে বৃদ্ধিপ্রাপ্তই যদি না হল তাহলে ধ্বংস হবেটা কি ?
Translated
Worship of Maheshwar means worship of life and growth
Although Maheshwar is a symbol of destruction or doom, but without creation there is no destruction. So, surprisingly, the meaning of the word 'Maheshwar' also means an increase. When the word 'Maheshwar' is divided, it is seen that - Maha + Ishwar = Maheshwar.
The word 'MAHA' or 'GREAT' means the best. The word Ishwar(God) (Spirit) means Master of Creation.
That is the meaning of the word 'ISH' Root. The word Ishwar (God) has been completed by adding the suffix 'Barach' to the root. Therefore 'Maheshwar' literally means the Great Lord of creation. He is the Creator and Sustainer, and creation means Growth. Once created the number increases, and the created things - trees, animals, birds, people, cows, horses, etc. All grow after creation. So the worship of Maheshwar means the worship of increasing life or survival. First creation and growth, then either destruction or decay. If it is not created and increased, then what will be the destruction?
যজ্ঞ
বূৎপত্তি :"যজ্" ধাতু, এর অৰ্থ - ক্রিয়া। 'যজ্' ধাতু এর সঙ্গে "ঞ" প্রত্যয় যোগ করে 'যজ্ঞ' শব্দ নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হল ক্রিয়া,কাৰ্য বা কর্ম। মানুষ যা কিছু পুণ্য ক্রিয়া-কর্ম দেবোদ্দেশ্যে করে তাকে আমরা যজ্ঞ বলতে পারি। দেবভোগ, দান, বৃহৎ লোককল্যান, ঋষিসেবন, ভূত কল্যান, মানব সেবা ইত্যাদি যজ্ঞ। এখানে অগ্নি দেবতাদের বাহন। অগ্নিদেবতা যজ্ঞের আহূতি অভিষ্ট দেবতার কাছে পৌঁছে দেন। তাই তাঁতে ঘৃতাহূতি দিতে হয় শাস্ত্রোক্ত নিয়ম মত।
অগ্নিতে ঘৃতাহুতি না দিয়ে দান-যজ্ঞ করা যায়।
তাই সাধারণ মানুষেরা যজ্ঞ করতে না পারলেও অন্তত আচমন করে শুদ্ধি হয়ে শুরু করা লাগে। সংসারীরা যজ্ঞ, পূজা, শ্রাদ্ধ ইত্যাদি সবকিছুতে শুরুতে আচমন করেন।
বাঁচা বাড়ার জন্য পবিত্র বেদে যজ্ঞের কথা গুরুত্বের সাথে কেন উল্লেখ আছে, কেন বাঁচা বাড়ার জন্যে যুগাবতার শ্রীকৃঞ্চ গীতায় অনেকগুলো যজ্ঞের কথা বললেন, গীতার কৰ্মযোগ অধ্যায়ে বিভিন্ন দানযজ্ঞ পালনের কথা বলা আছ। কেন ত্রিকাল দৰ্শী আৰ্য্য ঋষিরা এত গুরুত্বের সাথে বাঁচা বাড়ার বিধান দিলেন, কেন যুগাবতার ঠাকুর অনুকূলচন্দ্র বাঁচা বাড়ার জন্যে দেব ভিক্ষা, অৰ্থ ভিক্ষা, মানুষ ভিক্ষা চাইলেন?
পৃথিবীর অনেক উন্নত দেশে ধৰ্মস্থান গুলো দয়া, দাক্ষিণ্য, মানবতা, মহানুভবতা ইত্যাদি মানবিক সহানুভূতির কেন্দ্রস্থল করে রেখেছে। অখন্ড ভারত একদিন এসবের শিক্ষাকেন্দ্র ছিল। যদি তা না হতো- তাহলে 'ভারত বিশ্ব ঋতায়িনী' কথাটির মত এত বড় মহান অভিধায় ভারত অভিসিক্ত হতো না।
Translated
Yagna
Word origin: "Yaz" root, meaning - action. The word 'yagna' is derived by adding the suffix 'nea' (there is no ponditi for the-ঞ) to the root 'yaj'. It means action, deed or doing. We can call whatever good deeds a person does for the sake of God. Dev-Bhog, Dan, large public welfare, sage service, animal welfare, human service, etc. Yagna. Here 'FIRE' is the carrier of the Deity . The FIRE deity conveys the sacrifice to the intended Deity. So you have to give ghritahuti(pouring Ghee) like a scriptural rule.
Donations can be made without pouring ghee on the fire.
Ordinary people are not able to perform Yagna(expensive), but at least they have to start by purifying themselves. The family people perform Puja, Shraddha etc. by doing Achoman (purifying) in the beginning.
Why is it mentioned in the holy Vedas that Yagna is important for survival? Why does Srikrishna of Yugavatar speak of many sacrifices in the Gita in order to outgrowth of life?
The Karmayoga Chapter of the Gita speaks of performing various donations(Dan- Yagna). Why did the Aryan sages of Trikal Darshi give such an important provision for survival, why did Thakur Anukul Chandra ask for Divine people begging, money begging, people begging for survival?
In many developed countries of the world, places of worship are the center of kindness, generosity, humanity, etc., human sympathy. Unified India was once the center of learning. If it were not so, then India would not have been mentioned to such a great appellation as the word 'India is the way of mankind (world)'.
বাঁচা -বাড়া কেন শ্রেষ্ঠ ধৰ্ম?
শ্রীশ্রীঠাকুরের ভাষায় - আৰ্যকৃষ্টি, ঋষি অনুশাসিত জীবনবিধি ছিলি ভারতের প্রাণশক্তি। পঞ্চবর্হিঃ, সপ্তাৰ্চ্চি, হলো আৰ্য্যকৃষ্টির মেরুদণ্ড।
শ্রীশ্রীঠাকুর প্রশ্নের উত্তরে বললেন- "পঞ্চবর্হিঃ বা পঞ্চাগ্নির উপর দাঁড়িয়ে কিছু লোক যদি জোরদার ভাবে দানা বেঁধে ওঠে, তবে সেই জীয়ন্ত দানাই ক্রমশঃ আরো বিস্তৃত ও শক্তিমান হয়ে ওঠে বহু সমস্যার সমাধান দিতে পারে। তোমাদের সৎসঙ্গের প্রাণশক্তি অতুলনীয়। যা আছে সেই সংগে আরো কতকগুলি দেবদক্ষ কর্মী যদি সব ছেড়ে-ছুড়ে দি’য়ে পাগলের মতো নাছোরবান্দা হ’য়ে লাগত-অন্য কোন পিছুটান না রেখে, ইষ্টচিন্তা, ইষ্টকর্ম ও লোকহিতই যদি হ’তো তাদের একমাত্র ধ্যান, জ্ঞান, ধান্দা ও তপস্যা, তবে ঢের হতে পারতো, সবাই পেতে তার সুফল। তারাও পরম প্রাপ্তির অধিকারী হতো।"
Translated
Why is 'Being and Becoming' the best religion?
In the words of Sri Sri Thakur - Aryakrishti(ancient Vedic Culture) the sage guided divine ritual of life was the lifeline of India.
In answering the question, Sri Sri Thakur said, "If some people stand on the Panchavarhi or Panchagni (five fires mean five absolute principles - Panchavarhi, Five Fires are metaphorical word) and be integrated, then the living integral becomes more and more comprehensive and strong and can solve many problems.
The spirit of your SATSANG is incomparable. Whatever is there and with those more devout workers who would have given up everything and become insane like a madman - without any other backward-pulling, if only their meditation, knowledge, diligence, and penurity were their only thoughts, deeds, and public interest, Then it would have been a lot. Everyone would have achieved its benefits. They would have been also entitled to absolute attainment."
খাদ্য বিতরণের স্থায়ী রূপ
দু'দিন আগে ভেবে আজকে বাঁচা-বাড়া শুরু করা যাবে না।তাছাড়া এটি মৌসুমী করলেও হয় না। এটিকে উন্নত দেশে যুগ যুগ ধরে বছরব্যাপী চলমান করে রেখেছে। এটি না হলে স্বধৰ্মের মানুষ অন্যের দাসত্ব করতে বাধ্য হয়। এই পুণ্য দায়িত্ব পালন না করলে মানুষের spirit নষ্ট হওয়ার ফলে মানুষ দেববল হারিয়ে ফেলে। এটি না করলে অসিদ্ধ মাৰ্গ অনুসরণ করা হয়, ফলে জীবনে উপচিতি আসে না। এই সেবা-যজ্ঞ না হলে মনুষ্যত্বের অবমাননাহেতূ পাপ হয়। এই ধরনের দায়িত্ব পালন না হলে বীরত্ব লোপ পায়। হেলা-ফেলার জীবন দিয়ে বেশীকিছু অৰ্জিত হয় না। এতে সামাজিক সংস্থিতি দূৰ্বল হতে থাকে। বীরত্ব লোপ পাওয়ার ফলে শত্রু গৃহে ঢুকে যেতে পারে। আমার বাসার পাশের দরিদ্র ভাড়াটিয়া অথবা আশ্রমের দরিদ্র গুরুভাইটিকে আমি সেদিন বলতে পারিনি, আপনি ঐ আশ্রমে বা ঐ মিশনে যান, সেখানে খাবার পাবেন। আৰ্যরা ছিলেন দায়িত্ব পালনে আপোষহীন ।
শ্রীশ্রীঠাকুর আবার আৰ্যরোল জাগাতে বলেছেন। একবার এক কাজে এক গুরুভাইয়ের বাসায় গিয়েছিলাম, দেখলাম দাদাটি পরিবার নিয়ে খুব অৰ্থনৈতিক সংকটে আছেন। ছোট দু'টি মেয়ে নিয়ে দুপুরের খাবার নিয়ে বসেছিলেন। শুধুই চাল-ডাল সিদ্ধ। অবুঝ ছোট শিশু মেয়েটি ঐ খাবার খেতে চাচ্ছিল না। এই ক্ষেত্রে উন্নত দেশ প্রথম পাঁচ বছরের জন্য খাদ্য সহায়তা দেয়, পাশাপাশি চাৰ্চ, ফুড ব্যাংক থেকেও সাহায্য দিয়ে থাকে। এই ধরণের বহু পরিবার রয়েছে। শ্রীশ্রীঠাকুরের বাঁচা-বাড়ার নীতি ফলিত রুপ দেয়ার জন্য আমরা এখনও স্থায়ী কিছু করতে পারিনি। এটি অষ্টসিদ্ধির একটি অংশ 'দায়িত্ব' পালনের অন্তৰ্ভূক্ত। এই দায়িত্ব পরিপালনকে আৰ্যাচার বলে অভিহিত করেছেন শ্রীশ্রীঠাকুর। মানুষ দেববিধি পরিপালন করলে জীবন উচ্চতর পৰ্যায়ে উন্নীত হয়। তখন অণিমার প্রভাবে অনেক বাধার অপনয় হয়। শ্রীশ্রীঠাকুর The Message গ্রন্থে বলেছেন-
Translated
A permanent form of food distribution
Being and becoming can not be started today if you have thought two days ago. Moreover, it is not seasonal. It has been running for years in developed countries. Otherwise, people of their own religion are forced to be slaves to others. If this virtuous duty is not actualized, the spirit of man is destroyed and man loses his power. If you do not do this, you will follow an imperfect path, so there will be no prosperity in life. If this service is not carried out, it is a sin to insult humanity. If such responsibilities are not fulfilled, heroism is lost. There is not much to be gained by living a life of despair. This weakens the social situation. Loss of heroism can result in the enemy may enter in the house. I could not tell the poor tenant next to my house or the poor godbrother of the ashram, that day that you go to that ashram or that mission, you will get food there. The Aryans were uncompromising in their responsibilities.
Sri Sri Thakur again said to awaken the consciousness of Aryan-rules. Once I went to a godbrother's house on a personal trip and saw that my godbrother was in a very financial crisis with his family. He sat down to lunch with his two young daughters. Only rice and lentils are cooked. The little girl didn't want to eat that food. In this case, developed countries provide food assistance for the first five years, as well as help from churches and food banks. There are many such families. We have not yet been able to do anything permanent to make Sri Sri Thakur's policy work. This is part of the eightfold fulfillment of 'duty'. Sri Sri Thakur has termed this performance as an Aryan duty. Life is promoted when people follow the rules of god. Then the effect of satisfying deeds makes human life largely undisturbed. Sri Sri Thakur says in The Message book-
ARYANS
"People who are prone
to culture and achieve
the clue to the philosophy
of life and becoming
are Aryans,
as I think. " (The Message, Vol-IX)
Translated
ছন্দে-ছড়ায় অনুবাদ
মানুষ যারা কৃষ্টি-প্রবণ(অনুরক্ত) এবং অৰ্জনে সমৰ্থ-
জীবন-বৃদ্ধির দর্শনের সূত্র প্রতিপাদনে,
তাদের আমি আৰ্য্য বলে
গণ্য করি মনে।
শ্রীশ্রীঠাকুর ভাবঋদ্ধ ছড়া বাণীর মাধ্যমে আহ্বান জানালেন - ফুলিয়ে তোল -দুলিয়ে তোল
তাথৈ তালে- আৰ্য-রোল।(আৰ্য্য)
অমর রহুক আৰ্যবাদ- জাগুক উঠুক আৰ্যজাত।
ভক্তি ও দায়িত্ব পালন
ভক্তির কথা শ্রীমদ্ভাগবত, পুরাণ এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে।
"শ্রবণং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদ সেবনম্।
অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্।।" --শংকরাচাৰ্য।
ছন্দে ছড়ায় অনুবাদ
বিষ্ণুর শ্রবণ, কীর্ত্তন কর,-
কর তাঁর স্মরণ, অর্চন, পদসেবন-
হয়ে দাস ও সখিত্ব বন্দনে
কর তাঁতে আত্মনিবেদন।
ভক্তির মধ্যে দায়িত্ব পালনের বিষয় জড়িত-
এগুলো মন্দিরে বা গৃহে বসে মূৰ্ত্তি দেখে শ্রীবিঞ্চুর উপর ভাব আরোপ করে জীবনে ফলিত রুপ দিতে হবে। আমরা এই বোধের জায়গাটিতে ভুল করে চলেছি । জীবকে শিব ভেবে মন্ত্রের ভাবগুলোর দায়িত্ব পালন না করলে মন্ত্র বিপরীত প্রতিক্রিয়া করে। এই যে পদসেবার কথা বলা হয়েছে, এটা কি ভেজা তোয়ালে দিয়ে মূৰ্ত্তির পা মুছে দেয়া? মূৰ্ত্তিটি মাটি বা পাথরের। অবশ্যই মুছে দিয়ে পরিচ্ছন্ন রাখব। আসল পদসেবাটি কোথায় করতে হবে। অন্ন দান, বস্ত্র দান, গৃহ দান, চিকিৎসা দান এগুলোও সেবা। গীতার কৰ্মযোগ অধ্যায়ে দানযজ্ঞের কথা বিশদভাবে বলা হয়েছে। অনেকেই জীব সেবার দায়িত্ব বাদ দিয়ে পাথর মূৰ্ত্তিতে ভক্তির উচ্ছাস আনয়ন করে দায়িত্ব শেষ করেছি আমরা।জ্যান্ত শিব যদি পূজা বঞ্চিত থাকেন, তাহলে ভগবান অখুশী হন। বাঁচা-বাড়ার কৰ্মযজ্ঞের মধ্যে এবং যজন-যাজনশীল চলনায় ভক্তির উক্ত বিষয়সমূহ পরিপালিত হয়। কলির জীবের জন্য পাবকপুরুষ অনুকূলচন্দ্র এনে দিলেন ভক্তির সহজ বেদ বিধি। দিলেন বাঁচা-বাড়ার নতুন বিধান। পুরাতন বিধি নতুন রূপে সহজ করে দিলেন। ভাতৃভোজ্য, ভূতভোজ্য, পাড়াপড়শীর সেবা ইত্যাদি নিত্য পালনীয় করেছেন। দেবত্ব অৰ্জন করতে আরও কিছু বিধান যুক্ত করেছেন শ্রীশ্রীঠাকুর। জীবন্ত নর-নারায়ণের সেবায় প্লাবণের মত ঢলে পড়তে বলেছেন। পাথরের ঐ মূৰ্ত্তি ভাব আরোপের জন্য একটি প্রতীকি রূপ। শ্রেষ্ঠ কৰ্মের প্রতীকি রূপ বলে মূৰ্ত্তিটি পবিত্র। যেমন প্রাৰ্থনার ঘরটি পবিত্র এবং সেটিকে স্রষ্টার ঘর বলে থাকি। অথচ ঘরটিও ইট পাথর দিয়ে তৈরী। মন্ত্রের কথাগুলোর পবিত্রভাব যদি জীবোদ্দেশ্যে কৰ্মে ফুটে না উঠে তাহলে ব্যৰ্থতা সাথী হতে বাধ্য। দেবতাদের প্রতি শ্রদ্ধার ভাবটি জীবের উপর শিব জ্ঞানে আরোপ করলে দেবতারা খুশী হবেন।
Translated
Devotion and Responsibility
It is mentioned about devotion in Srimad-Bhagavatam, Puranas and scriptures.
Praise Vishnu and listen-
Do his meditation, service, and worship,
and Surrender to him
In the bondage of slavery and friendship.
Devotion involves the actualization of duties.
By looking at Murti in temples or houses and impressing on Sri Vishnu these should be followed in life. We have been wrong in this part of the feeling. The mantra reacts the opposite way if the creature is not considered to be Shiva and does not fulfill the duties of the mantra. Is it to wipe the feet of the Murti with a wet towel? The Murti is made of clay or stone. I will definitely keep it clean by deleting dust. Where to do the real job. Food donation, clothing donation, house donation, medical donation are also services. The Karma Yoga chapter of the Gita deals with a charity in detail. We have ended our duty by bringing a wave of devotion to stone Murti by omitting the responsibility of many living beings. If the living Shiva is deprived of worship, then God is unhappy. These aspects of devotion are actualized in the karma-yajna of being and becoming and in the way of dealing with yajan-jajan. Anukul Chandra, the savior, brought a simple Vedic rule of devotion for the life of Kali Yuga. Thakur gave new provisions for survival. The old rules were simplified in the new form. Bhatribhojya, Bhutabhojya, neighborhood services, etc. have always been observed. Sri Sri Thakur has added some more provisions to acquire blessedness. In the service of the living Nar-Narayan, he says to spread out like a flood. The Murti is a symbol of stone. The Murti is sacred as a symbol of good deeds. For example, the house of prayer is sacred and is called the house of the Creator. But the house is also made of bricks and stones. If the sanctity of the words of the mantra is not manifested in the purpose of life, then failure is bound to be a companion. God will be happy if the feeling of respect for the gods is imposed on the living beings in the knowledge of Shiva.
দায়িত্ব ভুলে যাওয়ার পরিণতি (10-29-2020 তারিখে লিখিত)
আমরা দায়িত্ব পালন না করলে কি হতে পারে? প্রাকৃতিক বিপৰ্যয় অথবা রাজনৈতিক সংঘাতের (এটা বৈশ্বিকও হতে পারে) সময় অভাবী মানুষ দিশেহারা হয়ে যেতে পারে। দুঃসময়ে সাহায্য না পেলে মানুষ মারা যেতে পারে অথবা বিভৎস ঘটনা ঘটাতে পারে। সাহায্য করার অপ্রস্তুতি হেতু আপসোস মন-ব্যথার কারণ হতে পারে, ঈশ্বরের অভিসম্পাত আমাদের উপর বৰ্ষিত হতে পারে। যেটিকে 'ঈশ্বরের ক্রোধ বৰ্ষণ' বলে নাম দেয়া হয়েছে। বিভিন্ন ধৰ্মগ্রন্থে এই বিষয়টি উল্লেখ আছে।
Translated
Consequences of forgetting duty
What can happen if we do not fulfill the responsibility? In times of natural calamity or political conflict(could be global) needy people can get lost. Without help, people can die or be devastated. Apologies for not being able to help can cause heartache, God's curse may fall on us. Which is named the 'wrath of God.' This is mentioned in various scriptures.
শ্রীশ্রীঠাকুরের বাণীর বিকৃতি ও সমাজের উপেক্ষা
পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর পঞ্চ মহাযজ্ঞের একত্রিভূতরুপ যে ইষ্টভৃতি যজ্ঞ প্রবৰ্তন করলেন তাতে এই সমস্যার সমাধান নিহিত রয়েছে। বিস্তারিত নীচের লিংকে দেখুন -