ভ্রমণ আমার সবচেয়ে প্রিয় শখগুলির মধ্যে একটি । ঘুরে ঘুরে না দেখা জায়গাগুলো দেখতে ও বিভিন্ন অঞ্চলের লোকের সঙ্গে মিশে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে আমি আগ্রহ বোধ করি । বড় হওয়ার সময় কেউ যে যে স্থানে থেকেছে বড় হওয়ার পর সেই সকল স্থানে সফর তার মনে অনেক মধুর স্মৃতি জাগিয়ে তোলে । চাকুরীকালে ও অবসরের পর আমি অনেক জায়গা ভ্রমণ করেছি, কোথাও কোথাও একাধিকবার । ভারতের অনেকগুলো স্থানে আমি ঘুরেছি, কিন্তু আমার কাছে উত্তর-পূর্ব্ব অঞ্চল বিশেষ আকর্ষণীয় । প্রকৃতি দুহাত ভরে তাঁর সম্ভার এই অঞ্চলে দিয়েছেন । আমি উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভ্রমণের সুযোগ খুঁজে বেড়াই । গত কয়েক বৎসরে আমার কাছে ঐ অঞ্চলের আকর্ষণ অনেক বেড়ে গেছে । ঐ এলাকা আমি যত ঘুরেছি তত আমি ঐ এলাকার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছি ।
আমি আমার বিস্তারিত ভ্রমণ বৃতান্ত বৈদ্যুতিন অ্যালবাম সহ ট্রেভেলগের পৃষ্টায় সন্নিবিষ্ট করেছি ও অবসর জীবনের সুখ, দুঃখের পৃষ্ঠায় তার লিঙ্ক যোগ করেছি । এখানে আমি কিছু কিছু সফরের ভিডিও লিঙ্ক দিলাম । প্লে বোতামের উপর ক্লিক বা টেপ করে ভিডিও গুলো দেখা যাবে ।