আগেই বলেছি ছবি তোলা আমার নেশা । স্থানবিশেষে এও বলেছি সুন্দরের পূজারী, যেখানে যা সুন্দর তাই আমাকে তীব্র ভাবে আকর্ষণ করে । আমার পক্ষে তাই স্বাভাবিক মানুষ ও প্রকৃতিকে ফ্রেমবন্দি করে রাখা । আমি প্রকৃতি ও তার অধিবাসীদের অন্তর থেকে ভালবাসি । আমি একজন পর্যটকও; ভ্রমণকালে অপরূপ সব দৃশ্যের সম্মুখীন হই। এই সমস্ত স্মরণীয় মুহূর্ত আমি কালের উত্তোরণে হিমায়িত রাখতে চাই । কিন্তু ফটোগ্রাফি একটি কঠিন বিষয়; ব্যপক পড়াশোনা, প্রশিক্ষণ ও অনুশীলনের প্রয়োজন হয় । আমি অনেক দেরীতে শুরু করেছি; আমার বয়স বিবেচনায় কতদূর যেতে পারব জানি না । নবেম্বর ২০১৭ সাল থেকে তোলা আমার তোলা কিছু উৎকৃষ্ট ছবি দিয়ে তৈরী দুটো ফটোশো ভিডিওর লিঙ্ক এখানে দিলাম । প্লের বোতামে ক্লিক বা টেপ করলে ভিডিও চালু হয়ে যাবে । ব্যবহৃত ক্যামেরার মানের উপর ও আমার শিক্ষানবিশীর অগ্রগতির উপর নির্ভর করে গুণমানের পার্থক্য দেখা যাবে ।
ফটোগ্রাফিতে আমার সামান্য প্রচেষ্টা - ১
ফটোগ্রাফিতে আমার সামান্য প্রচেষ্টা - ২