আগেই বলেছি ছবি তোলা আমার নেশা । জীবনের বিভিন্ন পর্যায়ে আমি অসংখ্য ছবি তুলেছি ও কিছু ভিডিও তৈরী করেছি ।
এখানে আমার নিজের জীবন, পরিবারের অন্যান্য সদস্যদের বা পারিবারিক পূজাপার্বন সংক্রান্ত বা অনান্য ঘটনার ছবির অ্যালবাম বা ফটোশো ভিডিওগুলো দেয়া আছে । আমার ভ্রমণকাহিনীর ভিডিও বা ফটোশো অবসর জীবন সংক্রান্ত পাতার শেষে দেয়া রয়েছে ।
১ । ইংরাজীতে আমার আত্মজীবনে ১ম অংশ । ২য় অংশ তৈরী হয়নি ।
২ । স্মরণ সরণিতে পরিক্রমণ
৩ । শ্লোক হাঁটতে শিখছে
৪ । শ্লোকের হাতেখড়ি
আমার ছোটমেয়ের দিক থেকে দৌহিত্র শ্লোক ২০১০ সালের ১৫ই এপ্রিল জনমগ্রহণ করে । বড় হয়ে উঠার সময় ওর বিভিন্ন পর্যায়ের ক্রিয়াকর্মের মনোমুগ্ধকর কিছু ছবি নিয়ে নিম্নের ফটোশো অ্যালবাম দুটি তৈরী ।
জানুয়ারী ২০১৩ সালের শ্লোকের ব্যাঙ্কক ও হুয়া হু ভ্রমণের ছবি দিয়ে তৈরী এই ভিডিও । ছবিগুলো আমার তোলা নয় ।
শ্লোকের অন্নপ্রাসনের ছবির ভিডিও
শ্লোকের সপ্তম জনমদিনের ছবির ভিডিও
শ্লোকের অষ্টম জনমদিনের ছবির ভিডিও
শ্লোকের নবম জনমদিনের ছবির ভিডিও
শ্লোকের ষষ্ঠ জন্মদিনের অ্যালবাম
শ্লোকের বিভিন্ন পর্যায়ের ছবি দিয়ে তৈরী স্বল্পদৈর্ঘ্যের ভিডিও