আমার সক্রিয় কর্ম্মজীবনে ও পরে অবসরকালে নানা সময়ে ও নানা বিষয়ে অসংখ্য ছবি ও ভিডিও তুলেছি । ছবিগুলোর অধিকাংশই ফটোশো ভিডিওতে রূপান্তরিত করেছি, কিছু ফটো অ্যালবামেও আছে, সবগুলোই অবশ্য বৈদ্যুতিন মাধ্যমে । ডিজিটাল ফটোগ্রাফি আসার পরের কোন ছবি-ই সনাতনী মাধ্যমে রাখি নি । এই সকল ভিডিও, ফটো বিভিন্ন শ্রেণীতে ভাগ করে পরের সংযুক্ত পৃষ্ঠাগুলোতে দিয়েছি । হয়ত ভাল লাগবে ।
নিম্নের বোতাম ক্লিক বা টেপ করে সংশ্লিষ্ট ভিডিও বা অ্যলবাম পৃষ্ঠায় যাওয়া যাবে । সরাসরি ও এই মেনুর ডাউন এরো ক্লিক করে পছন্দমত পৃষ্ঠায় যাওয়া যাবে ।