যোগদান ও ডব্লুবিসিএসে যুগ্মসচিব পদে উন্নীত
১৯৯৩ সালের ১লা এপ্রিল আমি উপসচিব হিসাবে এই দপ্তরে যোগ দি । ১লা আগস্ট ১৯৯৩ সালে এই দপ্তরে অবস্থান কালেই আমি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের ক্যাডারে যুগ্ম সচিব পদে উন্নীত হই ।
আইএএসে দ্বিতীয় ও তৃতীয় বারের পদোন্নতি
এখানে কর্মরত থাকাকলীন ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে আমি দ্বিতীয়বার আইএএসে পদোন্নতির আদেশ পাই । এবার আমাকে বর্দ্ধমানে জিলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক হিসাবে নিয়োগ করা হল । আমি কাজে যোগ দিলাম না । এই ভাবে প্রায় দুবছর কেটে গেল । ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে আমাকে আইএএস ক্যাডারে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ও জেলা সমাহর্তা পদে নিয়োগ করার একটি সরকারী নির্দেশ পেলাম । এবার আমি কাজে যোগ দিলাম, যেহেতু এই পদে বাড়ী থেকে যাতায়াত করে আমার কর্ম্ম সম্পাদন করা সম্ভব ছিল; আমাকে বাসস্থান পরিবর্তন ও তজ্জনিত গুরুতর (আমার পক্ষে) সমস্যাগুলির মোকাবিলা করতে হল না । কি পরিস্থিতিতে ও কি কারণে আমার প্রথমবারের পদোন্নতির এত দীর্ঘ সময় পর আমাকে আইএসে যোগদান করতে হল তা "আমার আইএএসে যোগদানের ইতিহাস" নামক পৃষ্ঠায় দেখা যাবে ।
এই দপ্তরে আমার বরাদ্দকৃত কার্যাবলী
প্রথমে উপসচিব ও পরে যুগ্মসচিব হিসাবে নগর উন্নয়ন দপ্তরে আমার কার্যকালে আমি মহানগরী বিকাশের নীতি প্রণয়ন, দপ্তরের বার্ষিক বাজেট প্রস্তুতি, কোলকাতা মেট্রোপলিটান ডেভেলাপমেণ্ট অথরিটি, কোলকাতা ও হাওড়া ইম্প্রুভমেণ্ট ট্রাস্ট ইত্যাদি সরকারী সংস্থা বিষয়ক ব্যবস্থাদির দেখাশোনা ইত্যাদি বিষয়ে যুক্ত ছিলাম । উল্লিখিত বিধিবদ্ধ সংস্থাগুলির আর্থিক ও প্রশাসনিক বিষয় সরকারী স্তরে দেখাশোনার দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল । তাছাড়া, কল্যাণী টাউনশিপের বিষয়টিও আমার কর্মতালিকার অঙ্গীভূত ছিল ।
নগর উন্নয়ন দপ্তর পরিত্যাগ
১৯৯৫ সালের ১৬ই অক্টোবর অপরাহ্ণে আমি আমার নূতন আইএএস পদে যোগ দিতে এই দপ্তর ছেড়ে যাই ।