পদ গ্রহণ ও অবস্থান
১৯৮২ সালের ৩১শে মার্চ আমি ক্ষুদ্র শিল্প অধিকারে উপ-অধিকর্তা (এমপ্লয়মেণ্ট) পদের দায়িত্বভার গ্রহণ করি । আমি এখানে চার মাসের কিঞ্চিৎ অধিক কাল কর্মরত ছিলাম । এটিকে বলতে গেলে পরবর্তী পোস্টিং এর জন্য অপেক্ষমান থাকার প্ল্যাটফর্ম বিশেষ বলা যেতে পারে ।
সৌরীন রায় যিনি পরে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হয়েছিলেন তখন ক্ষুদ্র শিল্পের অধিকর্তা ছিলেন ।
এখানে উল্লেখযোগ্য কোন তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেনি ।